আজকের পত্রিকা ডেস্ক
ব্যান্টিং পোস্ট ডক্টরাল ফেলোশিপ প্রোগ্রাম জাতীয় ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই সেরা পোস্ট ডক্টরাল আবেদনকারীদের অর্থায়ন করে, যাঁরা দেশের অর্থনৈতিক, সামাজিক ও গবেষণাভিত্তিক বৃদ্ধিতে ইতিবাচকভাবে অবদান রাখবেন। ব্যান্টিং পোস্ট ডক্টরাল ফেলোশিপ প্রোগ্রামের উদ্দেশ্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে শীর্ষ স্তরের পোস্ট ডক্টরাল প্রতিভা আকর্ষণ করে গবেষণায় কাজে লাগানো, তাঁদের নেতৃত্বের সম্ভাবনা বিকাশ করা এবং আগামীর গবেষণা লিডার হিসেবে গড়ে তুলতে সাহায্য করা।
সুযোগ-সুবিধা
আবেদনের সময়সীমা
২১ সেপ্টেম্বরের মধ্যে সম্পূর্ণ আবেদন জমা দিতে হবে। এ বছরের অক্টোবর-ডিসেম্বর আবেদনপত্রগুলো মূল্যায়ন করা হবে। ২০২৩ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ফলাফলের প্রত্যাশিত বিজ্ঞপ্তি দেওয়া হবে। রিসার্চনেটে ফলাফল পাওয়া গেলে আবেদনকারীদের ই-মেইল দ্বারা অবহিত করা হবে। এই ফেলোশিপে আবেদন করতে অবশ্যই পিএইচডি সম্পন্নকারী হতে হবে। যেহেতু এটি পোস্ট ডক্টরাল ফেলোশিপ। ফলে পিএইচডি সম্পন্ন করে পুনরায় রিসার্চ করার নামই পোস্ট ডক্টরাল রিসার্চ। যাঁরা স্থানীয় কানাডিয়ান বাসিন্দা নন, এমন শিক্ষার্থীরা স্কলারশিপটি পাবেন। কেবলমাত্র কানাডিয়ান ইনস্টিটিউটে আবেদনকারীরা স্কলারশিপটির জন্য আবেদন করতে পারবেন। ফেলোশিপটি পাওয়া যাবে একবারই। আর আপনি যদি সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ চালাতে পারেন, সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট।
ফেলোশিপ পেতে গবেষণা
এই ফেলোশিপ পেতে স্বাস্থ্য গবেষণা, প্রাকৃতিক বিজ্ঞান অথবা প্রকৌশল, সামাজিক বিজ্ঞান এবং মানবিক সেক্টরে গবেষণা করতে হবে। গবেষণার প্রস্তাবিত ক্ষেত্রটি আপনার আবেদনটি কোন নির্বাচন কমিটির কাছে বরাদ্দ করা হবে, তা নির্ধারণ করে। স্বাস্থ্য গবেষণা-সম্পর্কিত আবেদনগুলো কানাডিয়ান ইনস্টিটিউট অব হেলথ রিসার্চ (সিআইএইচআর) নির্বাচন কমিটিতে, প্রাকৃতিক বিজ্ঞান অথবা প্রকৌশল সম্পর্কিত ন্যাচারাল সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ কাউন্সিল (এনএসইআরসি) নির্বাচন কমিটির কাছে এবং সামাজিক বিজ্ঞানের সঙ্গে-সম্পর্কিত আবেদনগুলো পাঠানো হবে সামাজিক বিজ্ঞান ও মানবিক গবেষণা কাউন্সিল নির্বাচন কমিটিতে।
আবেদন করতে লিংকটি ভিজিট করুন (http://-banting.fellowships-bourses.gc.ca/en/app-dem_overview-apercu.html)
আবেদনের গাইডলাইন পেতে ভিজিট করুন-
অনুবাদ: জুবায়ের আহম্মেদ
ব্যান্টিং পোস্ট ডক্টরাল ফেলোশিপ প্রোগ্রাম জাতীয় ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই সেরা পোস্ট ডক্টরাল আবেদনকারীদের অর্থায়ন করে, যাঁরা দেশের অর্থনৈতিক, সামাজিক ও গবেষণাভিত্তিক বৃদ্ধিতে ইতিবাচকভাবে অবদান রাখবেন। ব্যান্টিং পোস্ট ডক্টরাল ফেলোশিপ প্রোগ্রামের উদ্দেশ্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে শীর্ষ স্তরের পোস্ট ডক্টরাল প্রতিভা আকর্ষণ করে গবেষণায় কাজে লাগানো, তাঁদের নেতৃত্বের সম্ভাবনা বিকাশ করা এবং আগামীর গবেষণা লিডার হিসেবে গড়ে তুলতে সাহায্য করা।
সুযোগ-সুবিধা
আবেদনের সময়সীমা
২১ সেপ্টেম্বরের মধ্যে সম্পূর্ণ আবেদন জমা দিতে হবে। এ বছরের অক্টোবর-ডিসেম্বর আবেদনপত্রগুলো মূল্যায়ন করা হবে। ২০২৩ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ফলাফলের প্রত্যাশিত বিজ্ঞপ্তি দেওয়া হবে। রিসার্চনেটে ফলাফল পাওয়া গেলে আবেদনকারীদের ই-মেইল দ্বারা অবহিত করা হবে। এই ফেলোশিপে আবেদন করতে অবশ্যই পিএইচডি সম্পন্নকারী হতে হবে। যেহেতু এটি পোস্ট ডক্টরাল ফেলোশিপ। ফলে পিএইচডি সম্পন্ন করে পুনরায় রিসার্চ করার নামই পোস্ট ডক্টরাল রিসার্চ। যাঁরা স্থানীয় কানাডিয়ান বাসিন্দা নন, এমন শিক্ষার্থীরা স্কলারশিপটি পাবেন। কেবলমাত্র কানাডিয়ান ইনস্টিটিউটে আবেদনকারীরা স্কলারশিপটির জন্য আবেদন করতে পারবেন। ফেলোশিপটি পাওয়া যাবে একবারই। আর আপনি যদি সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ চালাতে পারেন, সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট।
ফেলোশিপ পেতে গবেষণা
এই ফেলোশিপ পেতে স্বাস্থ্য গবেষণা, প্রাকৃতিক বিজ্ঞান অথবা প্রকৌশল, সামাজিক বিজ্ঞান এবং মানবিক সেক্টরে গবেষণা করতে হবে। গবেষণার প্রস্তাবিত ক্ষেত্রটি আপনার আবেদনটি কোন নির্বাচন কমিটির কাছে বরাদ্দ করা হবে, তা নির্ধারণ করে। স্বাস্থ্য গবেষণা-সম্পর্কিত আবেদনগুলো কানাডিয়ান ইনস্টিটিউট অব হেলথ রিসার্চ (সিআইএইচআর) নির্বাচন কমিটিতে, প্রাকৃতিক বিজ্ঞান অথবা প্রকৌশল সম্পর্কিত ন্যাচারাল সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ কাউন্সিল (এনএসইআরসি) নির্বাচন কমিটির কাছে এবং সামাজিক বিজ্ঞানের সঙ্গে-সম্পর্কিত আবেদনগুলো পাঠানো হবে সামাজিক বিজ্ঞান ও মানবিক গবেষণা কাউন্সিল নির্বাচন কমিটিতে।
আবেদন করতে লিংকটি ভিজিট করুন (http://-banting.fellowships-bourses.gc.ca/en/app-dem_overview-apercu.html)
আবেদনের গাইডলাইন পেতে ভিজিট করুন-
অনুবাদ: জুবায়ের আহম্মেদ
ঢাকার সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ চারটি স্কুলে বিভক্ত হয়ে পরিচালিত হবে। এর মধ্যে স্কুল অব সায়েন্সের জন্য নির্ধারণ করা হয়েছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ক্যাম্পাস; স্কুল অব আর্টস অ্যান্ড হিউমিনিটিসের জন্য সরকারি বাংলা কলেজ এবং স্কুল অব
১ দিন আগেবিশ্বমঞ্চে উজ্জ্বল স্বাক্ষর রেখে চলেছে বাংলাদেশের মেধাবী কিশোরেরা। এর অনন্য এক উদাহরণ হিসেবে ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত ৩৬তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে (আইবিও) অংশ নিয়ে তিনটি ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ দল। ব্রোঞ্জজয়ী তিন শিক্ষার্থী হলো—সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের আরিজ আনাস, মাস্টারম
৩ দিন আগেবিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতা আনাতোলিয়ান রোভার চ্যালেঞ্জ (এআরসি) ২০২৫ সালে বড় সাফল্য পেয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘ইউআইইউ মার্স রোভার টিম’। গত ২৩-২৭ জুলাই তুরস্কের আনাতোলিয়ায় এ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।
৩ দিন আগেপথের দুই ধারে দাঁড়িয়ে থাকা প্রাচীন দালানগুলো যেন সেদিন হঠাৎ প্রাণ ফিরে পেয়েছিল। ধুলো মাখা জানালা, খসে পড়া দেয়াল, পোড়া ইটের গায়ে তুলির আঁচড় পড়ে ছিল। অতীতের গল্প যেন ফিরে এসেছে রঙে, রেখায়, অনুভবে। বলছি ঐতিহাসিক পানাম নগরের কথা।
৩ দিন আগে