Ajker Patrika

বৃত্তি পেলে পড়াশোনা, থাকা-খাওয়া ফ্রি

জিয়াউল আলম সৈকত
আপডেট : ০২ অক্টোবর ২০২১, ০৯: ৩৪
বৃত্তি পেলে পড়াশোনা, থাকা-খাওয়া ফ্রি

‘স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম’ বৃত্তি নিয়ে আমি ইউরোপের দেশ হাঙ্গেরিতে পড়াশোনা করছি। অনেকেই এই বৃত্তি নিয়ে বেশ আগ্রহী। আর বিদেশে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে পারা আসলেই অনেক বড় প্রাপ্তি। কেননা আমাদের দেশে বৃত্তি এতটা সহজলভ্য নয়। চলুন, এবার ‘স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম’ বৃত্তি নিয়ে বিস্তারিত জেনে নিই।

প্রতিবছর নভেম্বরের মাঝামাঝি সময়ে আবেদন শুরু হয় এবং জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত আবেদন করা যায়। এই বৃত্তির অধীনে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ আছে। ইঞ্জিনিয়ারিং, মানবিক, ব্যবসায় শিক্ষাসহ নানা বিষয়ে আবেদন করা যাবে। নতুন করে যুক্ত হয়েছে মেডিকেল বিষয়ে আবেদন করার সুযোগ, যেটি সম্ভবত এ বছর থেকে শুরু হওয়ার কথা। বিস্তারিত জানতে ভিজিট করুন এই ওয়েবসাইটিতে। আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও আপনি প্রতিনিয়ত খোঁজ রাখার মাধ্যমে এই বৃত্তিসহ আরও অনেক বৃত্তির খবরাখবর পেতে পারেন।

‘স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম’ বৃত্তি পেতে
হাঙ্গেগেরির এই বৃত্তি পেতে হলে তিনটি ধাপে আপনাকে উত্তীর্ণ হতে হবে। প্রথম ধাপ: বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় এবং হাঙ্গেরীয় বৃত্তির নির্ধারিত ওয়েবসাইটে আবেদন করতে হবে। এরপর নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে সেই আবেদনের এক কপি কাগজ জমা দিতে হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি মনোনয়নপত্র আসবে, যেখানে মনোনীতদের নাম দেওয়া থাকবে। প্রথম এবং সবচেয়ে কঠিন ধাপ হচ্ছে বৃত্তির জন্য মনোনীত হওয়া। দ্বিতীয় ধাপ: শিক্ষা মন্ত্রণালয়ের অনুমােদন পাওয়ার পর হাঙ্গেরির নির্ধারিত বিশ্ববিদ্যালয় পরীক্ষার আয়োজন করে। নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে হবে। আমি যে কোর্সে আবেদন করেছি, তার জন্য মূলত পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়ে পরীক্ষা দিতে হয়েছে। পছন্দের বিষয়ভেদে পরীক্ষার ধরন ভিন্ন হতে পারে। তৃতীয় ধাপ: পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি মৌখিক পরীক্ষার আয়োজন করে। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল, সেই সঙ্গে আপনার অন্যান্য বিষয়ের দক্ষতা বিচার করে বৃত্তির জন্য নির্বাচন করা হবে। সাধারণত জুন-জুলাই মাসে চূড়ান্ত ফলাফল দেওয়া হয়ে থাকে।

আবেদনের যোগ্যতা
এখন প্রশ্ন থাকতেই পারে, কোন যোগ্যতা থাকলে আপনার বৃত্তি পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এই বৃত্তি পেতে হলে আপনার অবশ্যই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল থাকতে হবে। ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণের জন্য আইইএলটিএস বা টোফেল সনদ থাকতে হবে। আইইএলটিএস ছাড়া আপনার এই বৃত্তি পাওয়ার  সম্ভাবনা খুবই কম। আর আইইএলটিএসে স্কোর ভালো হতে হবে। আপনার যদি স্টাডি গ্যাপ থাকে তার পরেও আপনি আবেদন  করতে পারবেন। সে ক্ষেত্রে আপনার কলেজজীবনের বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম, জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারের সনদ জমা দিলে আপনার বৃত্তি পাওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে। 

সুযোগ-সুবিধা
এই বৃত্তির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার কোনো প্রকার টিউশন ফি দিতে হবে না। আপনার টিউশন ফি সম্পূর্ণ ফ্রি। এ ছাড়া আপনাকে বিশ্ববিদ্যালয়ের হলে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে, এটাও সম্পূর্ণ ফ্রি। পাশাপাশি খাওয়াদাওয়া এবং হাতখরচ বাবদ আপনি প্রতি মাসে ১২০ ইউরো পাবেন। আর আপনি যদি হলে না থাকেন এবং নিজের খরচে বাসা ভাড়া নেন, সে ক্ষেত্রে  আপনাকে প্রতি মাসে ২২০ ইউরো দেওয়া হবে। তা ছাড়া মেডিকেল এবং অন্যান্য সমস্যা হলে চিকিৎসার জন্য আপনাকে একটি মেডিকেল কার্ড দেওয়া হবে, যা আপনার প্রাত্যহিক জীবনের প্রায় সব ধরনের মেডিকেল খরচ বহন করে থাকে। এই কার্ডটিও আপনাকে ফ্রি দেওয়া হবে, যা অনেক উপকারে আসে।

অনুলিখন: জুবায়ের আহম্মেদ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ইরানি নকশার ড্রোন হয়ে গেছে রাশিয়ার, ক্ষোভ বাড়ছে তেহরানে

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

নির্বাচনের আগে এসআই-এএসআইদের ব্যক্তিগত তথ্য তালাশে পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত