শিক্ষা ডেস্ক
২০২৪–২০২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ও ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী ১৭ জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর মেডিকেলের ৪২ দিন পর ডেন্টালের (বিডিএস) পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি। রোববার (১০ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় উপস্থিত স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগের সিদ্ধান্ত আজকের সভায় চূড়ান্ত হয়েছে। আগামী বছরের ১৭ জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষা ও ডেন্টালে ভর্তি পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
দেশে মেডিকেল কলেজ ১১০টি। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজ ৩৭টি ও বেসরকারি মেডিকেল কলেজ ৬৭টি। এ ছাড়া একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ। সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে হয় মেধাতালিকার ভিত্তিতে। ভালো কলেজে ভর্তি হন তালিকার ওপরে থাকা শিক্ষার্থীরা।
বিগত বছরের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, মেডিকেল ভর্তি পরীক্ষায় মোট নম্বর ৩০০। এর মধ্যে ২০০ নম্বর এসএসসি ও এইচএসসির জিপিএর সঙ্গে যথাক্রমে ১৫ ও ২৫ গুণ করে দেওয়া হবে। বাকি ১০০ নম্বরের পরীক্ষায় সরাসরি অংশ নিতে হবে শিক্ষার্থীদের। এর মধ্যে জীববিজ্ঞানে ৩০, রসায়নে ২৫, পদার্থবিজ্ঞানে ২০, ইংরেজিতে ১৫ ও সাধারণ জ্ঞানে থাকে ১০ নম্বর।
২০২৪–২০২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ও ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী ১৭ জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর মেডিকেলের ৪২ দিন পর ডেন্টালের (বিডিএস) পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি। রোববার (১০ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় উপস্থিত স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগের সিদ্ধান্ত আজকের সভায় চূড়ান্ত হয়েছে। আগামী বছরের ১৭ জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষা ও ডেন্টালে ভর্তি পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
দেশে মেডিকেল কলেজ ১১০টি। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজ ৩৭টি ও বেসরকারি মেডিকেল কলেজ ৬৭টি। এ ছাড়া একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ। সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে হয় মেধাতালিকার ভিত্তিতে। ভালো কলেজে ভর্তি হন তালিকার ওপরে থাকা শিক্ষার্থীরা।
বিগত বছরের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, মেডিকেল ভর্তি পরীক্ষায় মোট নম্বর ৩০০। এর মধ্যে ২০০ নম্বর এসএসসি ও এইচএসসির জিপিএর সঙ্গে যথাক্রমে ১৫ ও ২৫ গুণ করে দেওয়া হবে। বাকি ১০০ নম্বরের পরীক্ষায় সরাসরি অংশ নিতে হবে শিক্ষার্থীদের। এর মধ্যে জীববিজ্ঞানে ৩০, রসায়নে ২৫, পদার্থবিজ্ঞানে ২০, ইংরেজিতে ১৫ ও সাধারণ জ্ঞানে থাকে ১০ নম্বর।
রাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে প্রতিষ্ঠিত হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। নতুন এই ইউনিভার্সিটির নাম আগেই প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সাত কলেজের সমন্বয়ে প্রতিষ্ঠিত হতে যাওয়া পাবলিক ইউনিভার্সিটির একটি মডেলও চূড়ান্ত করা হয়েছে। এতোদিন এসব কার্যক্রম আড়ালে চললেও ইউনিভার্সিটি
২ ঘণ্টা আগে২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হলি ক্রস কলেজ। নিজস্ব প্রক্রিয়ায় ভর্তির জন্য জিপিএসহ যোগ্যতার শর্ত প্রকাশ করেছে শিক্ষাপ্রতিষ্ঠানটি। ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার (৩০ জুলাই) থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে রোববার (৩ আগস্ট) রাত ১২টার পর্যন্ত।
১৪ ঘণ্টা আগেকরপোরেট সভা থেকে শুরু করে একাডেমিক পরিবেশ, কর্মশালা, ওয়েবিনার, এমনকি স্কুলের সাধারণ ক্লাসেও এখন প্রেজেন্টেশন অপরিহার্য হয়ে উঠেছে। শ্রোতারা এখন শুধু শুনতে নয়, দেখতে এবং অনুভব করতেও চান। আর এই চাহিদা পূরণে কার্যকরী প্রেজেন্টেশন সফটওয়্যারের জুড়ি নেই।
১৫ ঘণ্টা আগেইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের এক বছর পূর্তি উদযাপন করা হয়েছে। ২৯ জুলাই, মঙ্গলবার ঢাকায় ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
১ দিন আগে