Ajker Patrika

যশোর বোর্ডের স্থগিত পরীক্ষা ৩০ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ১৭: ৫৩
যশোর বোর্ডের স্থগিত পরীক্ষা ৩০ সেপ্টেম্বর

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় চলমান এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আহসান হাবীবের সই করা বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, স্থগিত হওয়া পরীক্ষা ৩০ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১১টা থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত চলবে।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী পরীক্ষা স্থগিতের কথা জানায় যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। যা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১৭ সেপ্টেম্বর।

১৫ সেপ্টেম্বর নড়াইলের কালিয়া উপজেলার একটি পরীক্ষাকেন্দ্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষার সময় বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী প্রশ্নপত্র বিতরণ করার কারণে পরীক্ষা স্থগিত করা হয় বলে জানান যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত