Ajker Patrika

রাবিতে শিক্ষা ও গবেষণায় সহায়তার আশ্বাস প্রণয় ভার্মার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১৭: ৫৫
রাবিতে শিক্ষা ও গবেষণায় সহায়তার আশ্বাস প্রণয় ভার্মার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষা ও গবেষণায় ভারতের পক্ষ থেকে সহযোগিতার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা। আজ মঙ্গলবার রাবি সফরে গিয়ে তিনি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারকে এ আশ্বাস দেন। 

বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

মঙ্গলবার সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। এ সময় তাঁকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন উপাচার্য। ভবিষ্যতে রাবি শিক্ষা ও গবেষণার উন্নয়নে ভারতের সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। তখন হাইকমিশনার সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। 

এ সময় রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার, রাবি উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডেসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন। 

উপাচার্য হাইকমিশনারকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শুভেচ্ছা স্মারক ও পরিচিতি প্রকাশনা উপহার দেন। পরে হাইকমিশনার জোহা চত্বর, সাবাস বাংলাদেশ, শহীদ মিনার, শহীদ স্মৃতি সংগ্রহশালা ও রাবি কেন্দ্রীয় মন্দির পরিদর্শন করেন। এ সময় হাইকমিশনার রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ‘গ্রিন ক্যাম্পাস’ হিসেবে উল্লেখ করে এখানে আসতে পেরে তাঁর ভালো লাগার কথা জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

এবার প্রশাসনিক কাজে বিরত থাকার সিদ্ধান্ত কুয়েট শিক্ষক সমিতির

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

জামায়াতের কেউ ইমাম-মুয়াজ্জিন হতে পারবে না: আটঘরিয়ায় হাবিব

ঢাকা সেনানিবাস ঘিরে মিছিল-সমাবেশ-বিক্ষোভ নিষিদ্ধ: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত