Ajker Patrika

রিসার্চ কোলাবোরেশন অ্যাওয়ার্ড পেলেন চুয়েট শিক্ষক মিশুক

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ২০: ৫৭
রিসার্চ কোলাবোরেশন অ্যাওয়ার্ড পেলেন চুয়েট শিক্ষক মিশুক

গত বৃহস্পতিবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শিক্ষক সমিতির ২০২২-২৩ মেয়াদের দায়িত্ব হস্তান্তর ও বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষা-গবেষণা খাতে গৌরবময় অবদানের জন্য ২৫ জন শিক্ষককে রিসার্চ কোলাবোরেশন অ্যাওয়ার্ড দেওয়া হয়।

ওই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহ জালাল মিশুক। তাঁর গবেষণা প্রকল্পের নাম হলো ‘মাল্টি হ্যাজার্ড কন্টিজেন্সি প্ল্যান ফর চট্টগ্রাম সিটি করপোরেশন’। তিনি ২০২২ সালের জুন থেকে ২০২৩ সালের মে মাস পর্যন্ত ওই গবেষণা প্রকল্পের কাজ করেন।

চুয়েট শিক্ষক শাহ জালাল মিশুক তাঁর গবেষণা কাজ সম্পর্কে বলেন, ‘এই গবেষণা প্রকল্পে চট্টগ্রাম সিটি করপোরেশনের পাঁচটি দুর্যোগ নিয়ে কাজ করেছি। জলাবদ্ধতা, পাহাড়ধস, অগ্নিকাণ্ড, ভূমিকম্প ও ঘূর্ণিঝড়ের ঝুঁকিপূর্ণ এলাকা, ঝুঁকির মাত্রা নিরূপণ করেছি। পাশাপাশি দুর্যোগ-পূর্ববর্তী, দুর্যোগকালীন ও পরবর্তী সময়ে সিটি করপোরেশনের করণীয় কী কী হতে পারে, সেসব বিষয়ও বিশদভাবে তুলে ধরি।’ অর্থাৎ এই গবেষণা প্রকল্পের মাধ্যমে চট্টগ্রাম নগরীর পাঁচটি দুর্যোগের জন্য সম্ভাব্য ক্ষতিগ্রস্ত এলাকা, ক্ষতির মাত্রা ও সিটি করপোরেশনের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

দুর্যোগে চট্টগ্রামে ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে তিনি আপৎকালীন পরিকল্পনা ‘মাল্টি হ্যাজার্ড কন্টিজেন্সি প্ল্যান’-এর চূড়ান্ত রিপোর্ট দেন ২০২৩ সালের ৭ জুন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর কাছে। পরিকল্পনাটি প্রণয়নে প্রধান পরামর্শক হিসেবে কাজ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক শাহ জালাল। ওই গবেষণা প্রকল্প ও পরিকল্পনাটি প্রণয়নে সহযোগিতা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন, উন্নয়ন সংস্থা ইপসা ও সেভ দ্য চিলড্রেন।

উল্লেখ্য, মো. শাহ জালাল একজন শিক্ষক, গবেষক ও কলাম লেখক। তিনি শিক্ষকতা পেশার পাশাপাশি তাঁর গবেষণাকাজগুলোর মাধ্যমে বিভিন্ন নাগরিক সমস্যার সমাধান করে থাকেন। পাশাপাশি তাঁর লেখা ১৩০টির বেশি গবেষণাধর্মী কলাম ইতিমধ্যে জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে।

চুয়েট শিক্ষক সমিতির অ্যাওয়ার্ড গ্রহণের পর তাৎক্ষণিক মতামত প্রদানে মো. শাহ জালাল বলেন, ‘চুয়েট শিক্ষক সমিতি আমাকে রিসার্চ কোলাবোরেশন অ্যাওয়ার্ড প্রদান করায় আমি বেশ আনন্দিত ও গর্বিত। এভাবে গবেষণা প্রকল্পের কাজে উৎসাহিত করায় চুয়েট শিক্ষক সমিতিকে জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’
এ ছাড়া মো. শাহ জালাল ২০২১ সালে বাংলাদেশের নগর পরিকল্পনাবিদদের সর্বোচ্চ পদক ‘বিআইপি সম্মাননা পদক ২০২১’-এর জন্য মনোনীত হয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত