Ajker Patrika

স্বপ্ন দেখি, ছাত্রছাত্রীরা দেশেই তাদের ভবিষ্যৎ দেখতে পাবে: নতুন শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ মার্চ ২০২৫, ১৬: ২১
সচিবালয়ে আজ বুধবার দায়িত্ব গ্রহণ করেন নবনিযুক্ত শিক্ষা উপদেষ্টা। ছবি: আজকের পত্রিকা
সচিবালয়ে আজ বুধবার দায়িত্ব গ্রহণ করেন নবনিযুক্ত শিক্ষা উপদেষ্টা। ছবি: আজকের পত্রিকা

‘শিক্ষা হচ্ছে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সবচেয়ে শক্তিশালী মাধ্যম। ছাত্রছাত্রীরা দেশেই তাদের ভবিষ্যৎ দেখতে পাবে সেই স্বপ্ন আমি দেখি। দেশে থেকেই তারা বিশ্বকে নেতৃত্ব দেবে।’

আজ বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণকালে এ মন্তব্য করেন অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)।

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘দেশে বড় রকমের একটা পরিবর্তন হয়েছে। আমরা ভাবিনি আমাদের জীবদ্দশায় এভাবে মুক্তভাবে কথা বলতে পারব। মাননীয় প্রধান উপদেষ্টা যে আমাকে এই দায়িত্বটা দিয়েছেন সেটা একটা বড় চ্যালেঞ্জ। প্রধান উপদেষ্টাও বলেছেন, সামনে যে জার্নিটা ইজি হবে তা নয়।’

তিনি বলেন, ‘শিক্ষা একটা বিশাল জগৎ। আমরা সবাই জনগণের টাকায় বড় হয়েছি। সুতরাং জনগণের প্রতি আমাদের অনেক দায়বদ্ধতা আছে।’

শিক্ষার উদ্দেশ্য ও নিজের স্বপ্নের কথা বলতে গিয়ে অধ্যাপক আবরার বলেন, ‘আমি মনে করি, শিক্ষা হচ্ছে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সবচেয়ে শক্তিশালী মাধ্যম। আমি স্বপ্ন দেখি আমাদের ছাত্রছাত্রীরা দেশের ভেতরেই তাদের ভবিষ্যৎ দেখতে পারে। দেশে থেকেই বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে। আমি জানি এটা হয়তো দ্রুত হবে না। কিন্তু এর একটা ভিত্তিপ্রস্তর আমরা তৈরি করতে চাই।’

এদিকে দায়িত্ব হস্তান্তরকালে সদ্য বিদায়ী শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ‘শিক্ষা কমিশন অতীতে ৫ থেকে ৬টি হয়েছে। তারা কি সমস্যার সমাধান করেছে? কয়েকজনকে বসিয়ে দিয়ে কমিশন করলেই কি সমস্যার সমাধান হবে? তাদের সবকিছু বুঝতেই তো অনেক সময় চলে যাবে। আমাদের দূরদৃষ্টিসম্পন্ন একটা কমিশন হওয়া উচিত।’

তিনি বলেন, ‘অনেকেই জানে না বেসরকারি খাতের শিক্ষকদের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই। নায়েমসহ (জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি) এ ধরনের প্রশিক্ষণ কেন্দ্রে শুধু সরকারি শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। অথচ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তুলনায় বেশি। সুতরাং নতুন কমিশন এসে এসব বিষয় বিবেচনা নেবে।’

কারিকুলাম কার্যকর করতে শিক্ষকদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘কারিকুলাম ভালো করার পর প্রশিক্ষিত শিক্ষক না থাকলে তো কাজ হবে না। শিক্ষা ব্যবস্থা নষ্ট হতে অনেক সময় লাগে। আমাদের শিক্ষা ব্যবস্থা খুবই বিশৃঙ্খল ও অবিন্যস্ত। সুতরাং আমিও এতক্ষণ সেই অবিন্যস্তভাবেই কথা বললাম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত