ঢাবি প্রতিনিধি
শিক্ষা ও গবেষণার উন্নয়নের জন্য ‘দ্য ঢাকা ইউনিভার্সিটি ফান্ড’ গঠন করেছে বিশ্ববিদ্যালয়। সেই ফান্ডে ১ কোটি ১১ লাখ টাকা অনুদান দিয়েছে চার প্রতিষ্ঠান ও ব্যক্তি। আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতীন ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই তহবিল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদ।
ফান্ডের তহবিল সংগ্রহ কার্যক্রমে প্রাথমিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষে সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী ও পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান মোট ১ কোটি ১১ লাখ টাকা অনুদান প্রদান করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তাঁরা এ বিষয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেন।
অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, ‘আমাদের র্যাঙ্কিং বিষয়ে অনেক সীমাবদ্ধতা আছে, প্যারামিটার অনেকগুলো এখনো অ্যাড্রেস করা সম্ভব হয়নি। এই মুহূর্তে যেখানে আছি সেখান থেকে খুব বেশি প্রত্যাশা করা কঠিন। তবে র্যাঙ্কিংয়ে আমাদের একটি বড় আকারের জাম্প হয়েছে। শিক্ষা ও গবেষণায় উন্নয়নের জন্য ২০১২ সালে ফান্ড গঠনের জন্য প্রাথমিকভাবে আলোচনা হয়। নানা কারণে সেটি হয়ে ওঠেনি। দীর্ঘ ১২ বছর পরে সেটি আমরা শুরু করতে পেরেছি, এটি চলমান থাকবে।’
উপাচার্য বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিভিন্ন সময় শিক্ষা ও গবেষণার জন্য ফান্ডের কথা বলেছেন। তিনি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শিক্ষা ও গবেষণার জন্য সহায়তা করার কথা বলেছেন। প্রধানমন্ত্রীর সানুগ্রহ উপস্থিতিতে ভবিষ্যতে একটি সাড়ম্বর অনুষ্ঠানে অনুদান গ্রহণের মাধ্যমে এই ফান্ডের মূলধন এক হাজার কোটি টাকায় উন্নীত করা সম্ভব হবে।’ এ সময় তিনি সবাইকে বিশ্ববিদ্যালয়ের ফান্ডকে সমৃদ্ধ করতে এগিয়ে আসার আহ্বানও জানান।
অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, ‘গবেষণা করতে টাকার প্রয়োজন, আবার টাকা হলে ভালো গবেষণা হবে—এমনও নয়। আগেকার সময়ের বড় বড় ব্যক্তিরা টাকার সাহায্যে গবেষণা করেছেন, এমন নয়। গবেষণার জন্য যে টাকা বরাদ্দ হয়, আবার টাকা ফিরেও যাচ্ছে আমাদের ইউনিভার্সিটি থেকে। আমাদের ইউনিভার্সিটি হচ্ছে গ্র্যাজুয়েট তৈরির ইউনিভার্সিটি। এ জন্য গবেষণার কাজে আমরা এগিয়ে যেতে পারছি না। দার্শনিকেরা পূণ্যও দান করার কথা বলেছেন। কিন্তু বর্তমান সময়ে আমাদের সমাজে মানুষ সৎ না হয়ে সচ্ছল হচ্ছে, জ্ঞানী বা প্রজ্ঞাবান না হয়ে ধূর্ত হচ্ছে এবং হৃদয়বান না হয়ে বিশিষ্ট হচ্ছে। এসব কারণে এই দর্শনগুলো ধীরে ধীরে স্তিমিত হয়ে যাচ্ছে।’
অনুষ্ঠানে অধ্যাপক মমতাজ উদ্দীন আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পক্ষ থেকে বলা হয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে গবেষণা বেশি হচ্ছে, আমাদের বিশ্ববিদ্যালয়ে কম হচ্ছে। সেটা নিয়ে তারা আবার রিপোর্টও প্রকাশ করে। প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের থেকে যে অর্থ নেয় সে অর্থ দিয়ে তাদের গবেষণা কার্যক্রম চালানো খুব একটা কঠিন কাজ নয়। তারা শিক্ষার্থীদের কাছ থেকে যা নেয় তা-ই ব্যয় করে। কিন্তু ইউজিসি আমাদের যা দেয় তা দিয়ে আমাদের গবেষণা কার্যক্রম চালাতে হয়। এ ফান্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় নতুন মাইলফলক তৈরি হবে।’
অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, প্রক্টর ও বিভিন্ন শিক্ষক-কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শিক্ষা ও গবেষণার উন্নয়নের জন্য ‘দ্য ঢাকা ইউনিভার্সিটি ফান্ড’ গঠন করেছে বিশ্ববিদ্যালয়। সেই ফান্ডে ১ কোটি ১১ লাখ টাকা অনুদান দিয়েছে চার প্রতিষ্ঠান ও ব্যক্তি। আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতীন ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই তহবিল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদ।
ফান্ডের তহবিল সংগ্রহ কার্যক্রমে প্রাথমিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষে সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী ও পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান মোট ১ কোটি ১১ লাখ টাকা অনুদান প্রদান করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তাঁরা এ বিষয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেন।
অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, ‘আমাদের র্যাঙ্কিং বিষয়ে অনেক সীমাবদ্ধতা আছে, প্যারামিটার অনেকগুলো এখনো অ্যাড্রেস করা সম্ভব হয়নি। এই মুহূর্তে যেখানে আছি সেখান থেকে খুব বেশি প্রত্যাশা করা কঠিন। তবে র্যাঙ্কিংয়ে আমাদের একটি বড় আকারের জাম্প হয়েছে। শিক্ষা ও গবেষণায় উন্নয়নের জন্য ২০১২ সালে ফান্ড গঠনের জন্য প্রাথমিকভাবে আলোচনা হয়। নানা কারণে সেটি হয়ে ওঠেনি। দীর্ঘ ১২ বছর পরে সেটি আমরা শুরু করতে পেরেছি, এটি চলমান থাকবে।’
উপাচার্য বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিভিন্ন সময় শিক্ষা ও গবেষণার জন্য ফান্ডের কথা বলেছেন। তিনি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শিক্ষা ও গবেষণার জন্য সহায়তা করার কথা বলেছেন। প্রধানমন্ত্রীর সানুগ্রহ উপস্থিতিতে ভবিষ্যতে একটি সাড়ম্বর অনুষ্ঠানে অনুদান গ্রহণের মাধ্যমে এই ফান্ডের মূলধন এক হাজার কোটি টাকায় উন্নীত করা সম্ভব হবে।’ এ সময় তিনি সবাইকে বিশ্ববিদ্যালয়ের ফান্ডকে সমৃদ্ধ করতে এগিয়ে আসার আহ্বানও জানান।
অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, ‘গবেষণা করতে টাকার প্রয়োজন, আবার টাকা হলে ভালো গবেষণা হবে—এমনও নয়। আগেকার সময়ের বড় বড় ব্যক্তিরা টাকার সাহায্যে গবেষণা করেছেন, এমন নয়। গবেষণার জন্য যে টাকা বরাদ্দ হয়, আবার টাকা ফিরেও যাচ্ছে আমাদের ইউনিভার্সিটি থেকে। আমাদের ইউনিভার্সিটি হচ্ছে গ্র্যাজুয়েট তৈরির ইউনিভার্সিটি। এ জন্য গবেষণার কাজে আমরা এগিয়ে যেতে পারছি না। দার্শনিকেরা পূণ্যও দান করার কথা বলেছেন। কিন্তু বর্তমান সময়ে আমাদের সমাজে মানুষ সৎ না হয়ে সচ্ছল হচ্ছে, জ্ঞানী বা প্রজ্ঞাবান না হয়ে ধূর্ত হচ্ছে এবং হৃদয়বান না হয়ে বিশিষ্ট হচ্ছে। এসব কারণে এই দর্শনগুলো ধীরে ধীরে স্তিমিত হয়ে যাচ্ছে।’
অনুষ্ঠানে অধ্যাপক মমতাজ উদ্দীন আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পক্ষ থেকে বলা হয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে গবেষণা বেশি হচ্ছে, আমাদের বিশ্ববিদ্যালয়ে কম হচ্ছে। সেটা নিয়ে তারা আবার রিপোর্টও প্রকাশ করে। প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের থেকে যে অর্থ নেয় সে অর্থ দিয়ে তাদের গবেষণা কার্যক্রম চালানো খুব একটা কঠিন কাজ নয়। তারা শিক্ষার্থীদের কাছ থেকে যা নেয় তা-ই ব্যয় করে। কিন্তু ইউজিসি আমাদের যা দেয় তা দিয়ে আমাদের গবেষণা কার্যক্রম চালাতে হয়। এ ফান্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় নতুন মাইলফলক তৈরি হবে।’
অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, প্রক্টর ও বিভিন্ন শিক্ষক-কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নের’ ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২ জন শিক্ষক। তারা অবিলম্বে শিক্ষকদের মিথ্যা মামলা প্রত্যাহার, গ্রেপ্তারকৃতদের মুক্তি ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে।
৭ ঘণ্টা আগেপার্বত্য চট্টগ্রামের (সিএইচটি) শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা ও ই-লার্নিংয়ের সুযোগ দিতে আগামী ছয় মাসের মধ্যে এই অঞ্চলের ১০০টি বিদ্যালয়ে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এই উদ্যোগকে শিক্ষাক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা
১২ ঘণ্টা আগেদেশের বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস- ২০২৫’ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গত ৫ আগস্ট ঢাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়
১ দিন আগেপ্রেসিডেন্সি ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ তাদের বাংলাদেশ স্টাডিজ কোর্সের শিক্ষার্থীদের জন্য গত ৪ আগস্ট একটি শিক্ষা সফরের আয়োজন করে। এই শিক্ষা সফরে তারা বাংলাদেশের সমাজ ও রাষ্ট্রের ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান হিসেবে মুক্তিযুদ্ধ জাদুঘর ও বাংলা একাডেমিসহ অন্যান্য বেশ কিছু
১ দিন আগে