ফিরে দেখা ২০২৪ /ছোট সিনেমার বড় চমক
গত বছর যাঁরা বক্স অফিসে ঝড় তুলেছিলেন, তাঁদের সিনেমা মুক্তি পায়নি এ বছর। শাহরুখ খান (পাঠান, জওয়ান, ডানকি), সালমান খান (টাইগার থ্রি) কিংবা রণবীর কাপুরের (অ্যানিমেল) কোনো নতুন সিনেমা না থাকায় আশঙ্কা ছিল, বছরটা মন্দ যাবে বলিউডে। তবে তা হয়নি। অভিনয়-গল্প-নির্মাণগুণে তুলনামূলক ছোট বাজেটের বেশ কিছু সিনেমা র