Ajker Patrika

ফিরে দেখা ২০২৪ /টিভি-ওটিটির আলোচিত ঘটনা

বিনোদন ডেস্ক
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ২৩: ৫৩
Thumbnail image
বাঁধন মম দুজনেই সক্রিয় ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনে। ছবি: সংগৃহীত
  • নভেম্বরে প্রকাশ হয় নাট্যব্যক্তিত্ব আবুল হায়াতের আত্মজীবনী ‘রবি পথ-কর্মময় ৮০’। শিল্পকলা একাডেমিতে বইটির প্রকাশনা উৎসবেই আবুল হায়াত প্রথম সংবাদমাধ্যমে জানান, তিন বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়ছেন তিনি।

  • বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম থেকেই অনেক অভিনয়শিল্পীর সরব উপস্থিতি দেখা গেছে। শুধু সোশ্যাল মিডিয়া নয়, আন্দোলনে শিক্ষার্থীদের সমর্থনে নেমেছেন রাজপথে। ২০ জুলাই সংসদ ভবনের সামনে, ১ আগস্ট ফার্মগেট এলাকায় ও ৩ আগস্ট শহীদ মিনারে জড়ো হন শোবিজের নানা অঙ্গনের কর্মীরা।

  • ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ফাঁস হয় ‘আলো আসবেই’ নামের এক হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট। বৈষম্যবিরোধী আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার লক্ষ্যে খোলা হয় ওই গ্রুপ। যাতে আওয়ামীপন্থী শিল্পী ও সাংবাদিকেরা যুক্ত ছিলেন। আলো আসবেই গ্রুপের খবর ফাঁস হওয়ার পর শিল্পীদের মাঝে সৃষ্টি হয় দূরত্ব।
  • আলো আসবেই গ্রুপের খবর জানাজানি হওয়ার পর নাটকের অভিনয়শিল্পীদের সংঘটন অভিনয়শিল্পী সংঘের ওপর অনাস্থা প্রকাশ করেন শিল্পীদের একাংশ। গঠন করা হয় অন্তর্বর্তী সংস্কার কমিটি। একই অবস্থা দেখা গেছে নাটকের পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডেও। সংস্কার কমিটি গঠনের পর পদত্যাগ করেন সভাপতি অনন্ত হিরা।

  • বছরের শেষ দিকে অভিনেতা চঞ্চল চৌধুরী ও অপূর্বকে নিয়ে গুজব ছড়ানো হয় ভারতীয় সংবাদমাধ্যমে। বলা হয়, চঞ্চলকে গৃহবন্দী করে রাখা হয়েছে। আর প্রাণনাশের হুমকি পেয়েছেন অপূর্ব। তবে চঞ্চল ও অপূর্ব দুজনেই জানান, খবর সত্য নয়।

  • সেপ্টেম্বরে ওয়েব ফিল্মের প্রচারে লাইভে এসে মিথ্যাচার করায় সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী সাদিয়া আয়মান। নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়েও আলোচনায় ছিলেন সাদিয়া।
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত