ফিরে দেখা ২০২৪
বিনোদন ডেস্ক
হলিউডের এ বছরটা শুরু হয়েছিল পুরোনো ক্ষত ও ক্ষতি মাথায় নিয়ে। আগের বছরগুলোতে করোনার ধাক্কা, লেখক ও অভিনয়শিল্পীদের ধর্মঘট, একের পর এক ফ্লপের মিছিল—সব ক্ষতি পুষিয়ে নেওয়ার বছর ছিল ২০২৪। তাতে আদৌ কি সফল হতে পারল হলিউডের স্টুডিওগুলো? বেশ কিছু সিনেমা প্রত্যাশিত ব্যবসা করতে পেরেছে এ বছর। সাড়া ফেলেছে অ্যাওয়ার্ড শো ও ফিল্ম ফেস্টিভ্যালেও।
তবে তুলনায় এমন সিনেমার সংখ্যাই বেশি, যেগুলো নিয়ে উচ্চাশা ছিল সবার, কিন্তু বক্স অফিসে চরম ব্যর্থ হয়েছে। ‘জোকার: ফোলি আ ডিউক্স’, ‘ক্রাভেন দ্য হান্টার’-এর মতো আলোচিত সিনেমা যে এভাবে মুখ থুবড়ে পড়বে, ভাবেননি কেউ। হলিউডের বড় বড় স্টুডিওতে ব্যাপক ছাঁটাই, শ্রমিক অসন্তোষ, বিনোদন সেক্টরে ব্যয় সংকোচনের ফলে কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়া—এসব সংকট মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো বছরজুড়ে লেগে ছিল হলিউডে।
বছরজুড়ে রক্ত-মাংসের চরিত্ররা বক্স অফিসে হতাশ করলেও চমক দেখিয়েছে অ্যানিমেশন ও হরর সিনেমা। ২০২৪ ছিল হলিউডে অ্যানিমেশনের রাজত্ব করার বছর। প্রায় ২ বিলিয়ন ডলার ব্যবসা করে ‘ইনসাইড আউট টু’ সর্বকালের সেরা ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার কৃতিত্ব পেয়েছে। নভেম্বরে মুক্তি পাওয়া ‘মোয়ানা টু’ এরই মধ্যে পৌঁছে গেছে ১ বিলিয়নের কাছাকাছি।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘মুফাসা: দ্য লায়ন কিং’ও রমরমা ব্যবসা করছে। এ ছাড়া, ‘ডেসপিকেবল মি ফোর’, ‘কুং ফু পান্ডা ফোর’, ‘অরিয়ন অ্যান্ড দ্য ডার্ক’ ঈর্ষণীয় ব্যবসা করেছে। ভূতেরাও দেখিয়েছে তাদের খেল। হরর সিনেমা ‘লংলেগস’, ‘নসফেরাতু’ ও ‘স্মাইল টু’ দেখতে দর্শকেরা ভিড় করেছেন হলে। এ ছাড়া, ‘দ্য সাবস্ট্যানস’, ‘দ্য ফার্স্ট ওমেন’, ‘হেরেটিক’, ‘আবিগেইল’, ‘লিসা ফ্রাঙ্কেস্টাইন’, ‘আ কোয়াইট প্লেস: ডে ওয়ান’সহ অনেক ভৌতিক সিনেমা প্রশংসিত হয়েছে।
২০২৩ সালে যেমন ‘বার্বি’ ও ‘ওপেনহাইমার’ ব্যাপক ঝড় তুলেছিল বিশ্বজুড়ে, তেমন উন্মাদনা এ বছর কোনো নির্দিষ্ট সিনেমাকে কেন্দ্র করে তৈরি হয়নি। তবে চমক দেখিয়েছে সিকুয়েল ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। ব্যবসার অঙ্কে এ বছরের সেরা ১০ সিনেমার তালিকায় চোখ বোলালে দেখা যাবে, হয়তো সেগুলো কোনো সিনেমার সিকুয়েল। নয়তো রিমেক। নয়তো কোনো ফ্র্যাঞ্চাইজির অংশ। উদাহরণ হিসেবে আসবে ‘ইনসাইড আউট টু’, ‘ডেডপুল অ্যান্ড উলভেরিন’, ‘মোয়ানা টু’, ‘ডেসপিকেবল মি ফোর’, ‘ডুন পার্ট টু’, ‘গডজিলা এক্স কং: দ্য নিউ এমপায়ার’ ও ‘কুং ফু পান্ডা ফোর’।
সে জায়গা থেকেই সমালোচকেরা প্রশ্ন তুলেছেন হলিউডের নির্মাতাদের সক্ষমতা নিয়ে। তাঁরা কি নতুন গল্প লিখতে পারছেন না? নাকি স্টুডিওগুলো মৌলিক গল্পের চেয়ে আগে হিট হওয়া সিনেমার ওপর বাজি ধরতেই বেশি আগ্রহী? দ্বিতীয় অপশন সত্যি হওয়ার সম্ভাবনাই বেশি। তবে ‘জোকার টু’ ও সুপারহিরোকেন্দ্রিক সিনেমাগুলোর চরম ব্যর্থতার পর, সিনেমার গল্প নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে স্টুডিওগুলোর।
হলিউডের এ বছরটা শুরু হয়েছিল পুরোনো ক্ষত ও ক্ষতি মাথায় নিয়ে। আগের বছরগুলোতে করোনার ধাক্কা, লেখক ও অভিনয়শিল্পীদের ধর্মঘট, একের পর এক ফ্লপের মিছিল—সব ক্ষতি পুষিয়ে নেওয়ার বছর ছিল ২০২৪। তাতে আদৌ কি সফল হতে পারল হলিউডের স্টুডিওগুলো? বেশ কিছু সিনেমা প্রত্যাশিত ব্যবসা করতে পেরেছে এ বছর। সাড়া ফেলেছে অ্যাওয়ার্ড শো ও ফিল্ম ফেস্টিভ্যালেও।
তবে তুলনায় এমন সিনেমার সংখ্যাই বেশি, যেগুলো নিয়ে উচ্চাশা ছিল সবার, কিন্তু বক্স অফিসে চরম ব্যর্থ হয়েছে। ‘জোকার: ফোলি আ ডিউক্স’, ‘ক্রাভেন দ্য হান্টার’-এর মতো আলোচিত সিনেমা যে এভাবে মুখ থুবড়ে পড়বে, ভাবেননি কেউ। হলিউডের বড় বড় স্টুডিওতে ব্যাপক ছাঁটাই, শ্রমিক অসন্তোষ, বিনোদন সেক্টরে ব্যয় সংকোচনের ফলে কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়া—এসব সংকট মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো বছরজুড়ে লেগে ছিল হলিউডে।
বছরজুড়ে রক্ত-মাংসের চরিত্ররা বক্স অফিসে হতাশ করলেও চমক দেখিয়েছে অ্যানিমেশন ও হরর সিনেমা। ২০২৪ ছিল হলিউডে অ্যানিমেশনের রাজত্ব করার বছর। প্রায় ২ বিলিয়ন ডলার ব্যবসা করে ‘ইনসাইড আউট টু’ সর্বকালের সেরা ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার কৃতিত্ব পেয়েছে। নভেম্বরে মুক্তি পাওয়া ‘মোয়ানা টু’ এরই মধ্যে পৌঁছে গেছে ১ বিলিয়নের কাছাকাছি।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘মুফাসা: দ্য লায়ন কিং’ও রমরমা ব্যবসা করছে। এ ছাড়া, ‘ডেসপিকেবল মি ফোর’, ‘কুং ফু পান্ডা ফোর’, ‘অরিয়ন অ্যান্ড দ্য ডার্ক’ ঈর্ষণীয় ব্যবসা করেছে। ভূতেরাও দেখিয়েছে তাদের খেল। হরর সিনেমা ‘লংলেগস’, ‘নসফেরাতু’ ও ‘স্মাইল টু’ দেখতে দর্শকেরা ভিড় করেছেন হলে। এ ছাড়া, ‘দ্য সাবস্ট্যানস’, ‘দ্য ফার্স্ট ওমেন’, ‘হেরেটিক’, ‘আবিগেইল’, ‘লিসা ফ্রাঙ্কেস্টাইন’, ‘আ কোয়াইট প্লেস: ডে ওয়ান’সহ অনেক ভৌতিক সিনেমা প্রশংসিত হয়েছে।
২০২৩ সালে যেমন ‘বার্বি’ ও ‘ওপেনহাইমার’ ব্যাপক ঝড় তুলেছিল বিশ্বজুড়ে, তেমন উন্মাদনা এ বছর কোনো নির্দিষ্ট সিনেমাকে কেন্দ্র করে তৈরি হয়নি। তবে চমক দেখিয়েছে সিকুয়েল ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। ব্যবসার অঙ্কে এ বছরের সেরা ১০ সিনেমার তালিকায় চোখ বোলালে দেখা যাবে, হয়তো সেগুলো কোনো সিনেমার সিকুয়েল। নয়তো রিমেক। নয়তো কোনো ফ্র্যাঞ্চাইজির অংশ। উদাহরণ হিসেবে আসবে ‘ইনসাইড আউট টু’, ‘ডেডপুল অ্যান্ড উলভেরিন’, ‘মোয়ানা টু’, ‘ডেসপিকেবল মি ফোর’, ‘ডুন পার্ট টু’, ‘গডজিলা এক্স কং: দ্য নিউ এমপায়ার’ ও ‘কুং ফু পান্ডা ফোর’।
সে জায়গা থেকেই সমালোচকেরা প্রশ্ন তুলেছেন হলিউডের নির্মাতাদের সক্ষমতা নিয়ে। তাঁরা কি নতুন গল্প লিখতে পারছেন না? নাকি স্টুডিওগুলো মৌলিক গল্পের চেয়ে আগে হিট হওয়া সিনেমার ওপর বাজি ধরতেই বেশি আগ্রহী? দ্বিতীয় অপশন সত্যি হওয়ার সম্ভাবনাই বেশি। তবে ‘জোকার টু’ ও সুপারহিরোকেন্দ্রিক সিনেমাগুলোর চরম ব্যর্থতার পর, সিনেমার গল্প নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে স্টুডিওগুলোর।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে গেছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। সেখান থেকে গত বুধবার সোশ্যাল মিডিয়ায় সংগীত ইন্ডাস্ট্রি নিয়ে নিজের আক্ষেপের কথা তুলে ধরলেন তিনি। জানালেন, এখন গান গাওয়া অনেক সহজ, কোনো সাধনার প্রয়োজন হয় না। চাইলেই হওয়া যায় সংগীতশিল্পী। আরও জানালেন গান এখন হয়ে গেছে দেখার...
১ দিন আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ দিন আগেদর্শক চাহিদা না থাকায় প্রথম সপ্তাহ শেষ না হতেই শাকিব খান অভিনীত ‘অন্তরাত্মা’ সিনেমাটি নামিয়ে দেওয়া হয়েছে সিনেপ্লেক্স থেকে। সিঙ্গেল স্ক্রিনেও দর্শক টানতে পারেনি সিনেমাটি। অন্তরাত্মার ভরাডুবির কারণ জানিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সিনেমার অন্যতম অভিনয়শিল্পী শাহেদ শরীফ খান।
১ দিন আগেদুই সপ্তাহ পার হয়ে গেলেও এখনো উৎসবের আমেজ ধরে রেখেছে ঈদের সিনেমাগুলো। প্রথমদিকে সিনেপ্লেক্সে কমসংখ্যক শো পেলেও সময়ের সঙ্গে বেড়ে চলেছে জংলির সিনেমার চাহিদা। তৃতীয় সপ্তাহ আরও বাড়ছে শোয়ের সংখ্যা।
১ দিন আগে