হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বানিয়াচংয়ে ভূ-পর্যটক রামনাথ বিশ্বাসের বাড়িতে গিয়ে অবৈধ দখলদারদের হামলার শিকার হয়েছেন বিডি নিউজ টোয়েন্টিফোরের স্পেশাল অ্যাসাইনমেন্ট এডিটর রাজীব নূরসহ চার সাংবাদিক। আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে তাঁরা হামলার শিকার হন।
আহত সাংবাদিক রাজীব নূর, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহিদ মিয়া, হবিগঞ্জ সমাচারের স্টাফ রিপোর্টার তৌহিদ মিয়া ও দেশসেবার বানিয়াচং প্রতিনিধি আলমগীর রেজা বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় সাংবাদিক তৌহিদ মিয়া বাদী হয়ে দখলদার আব্দুল ওয়াহেদ, তার ছেলে ওয়ায়েছ, ওয়ালিদ ও ওয়াসিফের বিরুদ্ধে বানিয়াচং থানায় অভিযোগ দিয়েছেন।
সাংবাদিক রাজীব নূর বলেন, ‘ভূ-পর্যটক রামনাথ বিশ্বাস বাইসাইকেল দিয়ে বিশ্ব ভ্রমণ করেছেন। এ ছাড়া তিনি ভ্রমণ নিয়ে অনেক লেখাও লিখেছেন। তাঁর বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বিদ্যাভুষণ পাড়ায়। আব্দুল ওয়াহেদ তাঁর বাড়িটি দখল করে রেখেছেন। আজ রোববার বিকেলে আমি স্থানীয় তিনজন সাংবাদিককে নিয়ে বাড়িতে গেলে দখলদার ওয়াহিদ মিয়া ও তাঁর ছেলেরা লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা করে। এ সময় আমার হাতে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায় তারা।’
বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাহিদ মিয়া বলেন, ‘আমরা বাড়িতে যাওয়া মাত্রই তারা উত্তেজিত হয়ে ওঠে। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে ওয়াহিদ ও তার ছেলেরা হামলা চালায়। এ সময় একটি বড় ইট নিয়ে আমার সহকর্মী আলমগীরের মাথায় আঘাত করতে গেলে কোন রকমে আমি তাঁকে রক্ষা করি। না হলে সেখানে বড় ধরনের অঘটন ঘটতে পারত।’
মোশাহিদ মিয়া বলেন, ‘শুধু সাংবাদিক না। অনেক সময় রামনাথের বাড়িটি দেখতে বিভিন্ন এলাকা থেকে পর্যটকেরা আসেন। এ সময় পর্যটকদের ওপরও উত্তেজিত হয়ে গালাগাল করেন দখলদাররা।’
বানিয়াচং থানার সাব ইন্সপেক্টর অমিতাভ দাস তালুকদার বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে ৬ সেপ্টেম্বর ওই বাড়িতে গিয়ে হামলার শিকার হন এখন টিভি ও আজকের পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি কাজল সরকার এবং দেশ টিভির প্রতিনিধি আমীর হামজাসহ ৪ সাংবাদিক।
হবিগঞ্জের বানিয়াচংয়ে ভূ-পর্যটক রামনাথ বিশ্বাসের বাড়িতে গিয়ে অবৈধ দখলদারদের হামলার শিকার হয়েছেন বিডি নিউজ টোয়েন্টিফোরের স্পেশাল অ্যাসাইনমেন্ট এডিটর রাজীব নূরসহ চার সাংবাদিক। আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে তাঁরা হামলার শিকার হন।
আহত সাংবাদিক রাজীব নূর, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহিদ মিয়া, হবিগঞ্জ সমাচারের স্টাফ রিপোর্টার তৌহিদ মিয়া ও দেশসেবার বানিয়াচং প্রতিনিধি আলমগীর রেজা বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় সাংবাদিক তৌহিদ মিয়া বাদী হয়ে দখলদার আব্দুল ওয়াহেদ, তার ছেলে ওয়ায়েছ, ওয়ালিদ ও ওয়াসিফের বিরুদ্ধে বানিয়াচং থানায় অভিযোগ দিয়েছেন।
সাংবাদিক রাজীব নূর বলেন, ‘ভূ-পর্যটক রামনাথ বিশ্বাস বাইসাইকেল দিয়ে বিশ্ব ভ্রমণ করেছেন। এ ছাড়া তিনি ভ্রমণ নিয়ে অনেক লেখাও লিখেছেন। তাঁর বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বিদ্যাভুষণ পাড়ায়। আব্দুল ওয়াহেদ তাঁর বাড়িটি দখল করে রেখেছেন। আজ রোববার বিকেলে আমি স্থানীয় তিনজন সাংবাদিককে নিয়ে বাড়িতে গেলে দখলদার ওয়াহিদ মিয়া ও তাঁর ছেলেরা লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা করে। এ সময় আমার হাতে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায় তারা।’
বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাহিদ মিয়া বলেন, ‘আমরা বাড়িতে যাওয়া মাত্রই তারা উত্তেজিত হয়ে ওঠে। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে ওয়াহিদ ও তার ছেলেরা হামলা চালায়। এ সময় একটি বড় ইট নিয়ে আমার সহকর্মী আলমগীরের মাথায় আঘাত করতে গেলে কোন রকমে আমি তাঁকে রক্ষা করি। না হলে সেখানে বড় ধরনের অঘটন ঘটতে পারত।’
মোশাহিদ মিয়া বলেন, ‘শুধু সাংবাদিক না। অনেক সময় রামনাথের বাড়িটি দেখতে বিভিন্ন এলাকা থেকে পর্যটকেরা আসেন। এ সময় পর্যটকদের ওপরও উত্তেজিত হয়ে গালাগাল করেন দখলদাররা।’
বানিয়াচং থানার সাব ইন্সপেক্টর অমিতাভ দাস তালুকদার বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে ৬ সেপ্টেম্বর ওই বাড়িতে গিয়ে হামলার শিকার হন এখন টিভি ও আজকের পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি কাজল সরকার এবং দেশ টিভির প্রতিনিধি আমীর হামজাসহ ৪ সাংবাদিক।
পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. ইকবাল বাহারকে একটি হত্যা মামলায় আজ শনিবার কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ইকবাল বাহারকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শাহিনুর বেগম নিহত হওয়ার ঘটনায় করা মামলায়...
৬ দিন আগে১৩৩৭ সালের এক মে সন্ধ্যায়, লন্ডনের ওল্ড সেন্ট পল’স ক্যাথেড্রালের সামনে রক্তাক্ত এক হত্যাকাণ্ড ঘটে। জন ফোর্ড নামের এক ধর্মযাজককে একদল লোক ঘিরে ধরে কানের কাছে ও পেটে ছুরি মারে। ঘটনাস্থলেই তিনি মারা যান।
৯ দিন আগেশাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ পাইরেসির শিকার হয়েছে টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে। এ ঘটনায় রাজধানীর বনানী থানায় দায়ের করা মামলায় ইউটিউবার টিপু সুলতানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার ক্রাইম বিভাগ।
৯ দিন আগেপুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানীসহ সারা দেশে আরও ১ হাজার ১৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৮৪৮ এবং অন্যান্য অপরাধে জড়িত ৩৩২ জন।
১৬ দিন আগে