Ajker Patrika

ভূ-পর্যটক রামনাথের বাড়িতে রাজীব নূরসহ ৪ সাংবাদিকের ওপর হামলা

হবিগঞ্জ প্রতিনিধি
ভূ-পর্যটক রামনাথের বাড়িতে রাজীব নূরসহ ৪ সাংবাদিকের ওপর হামলা

হবিগঞ্জের বানিয়াচংয়ে ভূ-পর্যটক রামনাথ বিশ্বাসের বাড়িতে গিয়ে অবৈধ দখলদারদের হামলার শিকার হয়েছেন বিডি নিউজ টোয়েন্টিফোরের স্পেশাল অ্যাসাইনমেন্ট এডিটর রাজীব নূরসহ চার সাংবাদিক। আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে তাঁরা হামলার শিকার হন। 

আহত সাংবাদিক রাজীব নূর, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহিদ মিয়া, হবিগঞ্জ সমাচারের স্টাফ রিপোর্টার তৌহিদ মিয়া ও দেশসেবার বানিয়াচং প্রতিনিধি আলমগীর রেজা বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় সাংবাদিক তৌহিদ মিয়া বাদী হয়ে দখলদার আব্দুল ওয়াহেদ, তার ছেলে ওয়ায়েছ, ওয়ালিদ ও ওয়াসিফের বিরুদ্ধে বানিয়াচং থানায় অভিযোগ দিয়েছেন। 

সাংবাদিক রাজীব নূর বলেন, ‘ভূ-পর্যটক রামনাথ বিশ্বাস বাইসাইকেল দিয়ে বিশ্ব ভ্রমণ করেছেন। এ ছাড়া তিনি ভ্রমণ নিয়ে অনেক লেখাও লিখেছেন। তাঁর বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বিদ্যাভুষণ পাড়ায়। আব্দুল ওয়াহেদ তাঁর বাড়িটি দখল করে রেখেছেন। আজ রোববার বিকেলে আমি স্থানীয় তিনজন সাংবাদিককে নিয়ে বাড়িতে গেলে দখলদার ওয়াহিদ মিয়া ও তাঁর ছেলেরা লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা করে। এ সময় আমার হাতে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায় তারা।’ 

বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাহিদ মিয়া বলেন, ‘আমরা বাড়িতে যাওয়া মাত্রই তারা উত্তেজিত হয়ে ওঠে। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে ওয়াহিদ ও তার ছেলেরা হামলা চালায়। এ সময় একটি বড় ইট নিয়ে আমার সহকর্মী আলমগীরের মাথায় আঘাত করতে গেলে কোন রকমে আমি তাঁকে রক্ষা করি। না হলে সেখানে বড় ধরনের অঘটন ঘটতে পারত।’ 

মোশাহিদ মিয়া বলেন, ‘শুধু সাংবাদিক না। অনেক সময় রামনাথের বাড়িটি দেখতে বিভিন্ন এলাকা থেকে পর্যটকেরা আসেন। এ সময় পর্যটকদের ওপরও উত্তেজিত হয়ে গালাগাল করেন দখলদাররা।’ 

বানিয়াচং থানার সাব ইন্সপেক্টর অমিতাভ দাস তালুকদার বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ 

এর আগে ৬ সেপ্টেম্বর ওই বাড়িতে গিয়ে হামলার শিকার হন এখন টিভি ও আজকের পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি কাজল সরকার এবং দেশ টিভির প্রতিনিধি আমীর হামজাসহ ৪ সাংবাদিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত