মৌলভীবাজারের কমলগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী ছেলের পিতৃ পরিচয়ের দাবিতে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে এক মা অভিযোগ করেছেন। উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল গ্রামের ব্যবসায়ী হারুন আর রশিদের বিরুদ্ধে বৃহস্পতিবার (১৫ জুন) এমন অভিযোগ করেন একই ইউনিয়নের এক নারী।
গ্রাম আদালতে দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ভানুবিল গ্রামের বাসিন্দা ব্যবসায়ী হারুন অর রশিদ একই গ্রামের এক মেয়েকে যখন বাড়িতে গিয়ে প্রাইভেট পড়াতেন তখন তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। একপর্যায়ে তাঁরা শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। পরে সেই মেয়ে একটি ছেলে সন্তান জন্ম দেন। মেয়ের পরিবার থেকে চাপ দিলে হারুন অর রশিদ বিয়ে করতে অস্বীকৃতি জানান। পরে এ বিষয়ে মৌলভীবাজার আদালতে একটি মামলা হয়। মামলার রায়ে নারীর মানহানি বাবদ ৫০ হাজার টাকা ও ছেলের বয়স ১২ বছর পর্যন্ত মায়ের কাছে রাখার রায় দেন আদালত। এরপর ছেলের বাবার কাছে থাকার কথা এবং তাঁরই সব দায়দায়িত্ব নেওয়ার কথা। কিন্তু ছেলের বয়স এখন ১৮ বছর পূর্ণ হলেও হারুন অর রশিদ কোনো খরচ দিচ্ছেন না। এমনকি এটি তাঁর ছেলে নয় বলেও দাবি করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, এবারের এইচএসসি পরীক্ষার্থী ওই ছেলে। তাঁর জন্মসনদ ও স্কুল সার্টিফিকেটে বাবার নাম হারুন মিয়া ও মায়ের নাম রয়েছে। ছেলের বয়স ১৮ মাসের সময়ই মায়ের অন্য স্থানে বিয়ে হয়ে গেছে। ছেলেকে লালনপালন করেন খালা ও নানি।
ওই ছেলে বলেন, ‘আমি খুব কষ্টে বড় হয়েছি খালা ও নানির কাছে। নানি ও খালা বর্তমানে অক্ষম। আমি মানুষের কাজ করে নিজে পড়াশোনা করছি। এ বছর আমি এইচএসসি পরীক্ষার্থী। আমার এ বয়সে আর কাজ করা সম্ভব হচ্ছে না। আমি ছোট থাকা অবস্থায় মাকে অন্য একটা জায়গায় বিয়ে দেয় নানি। কিন্তু আমার বাবা আছে। বাবার কাছে গেলে দূর দূর করে আমাকে তাড়িয়ে দেন। তিনি আমার বাবা নন বলে দাবি করেন। আমি আমার বাবার পরিচয় ও আমার অধিকার পেতে চাই।’
ছেলে পিতৃ পরিচয়ের দাবিতে গ্রাম আদালতে অভিযোগকারী নারী বলেন, ‘আমার ছেলের পিতৃ পরিচয় ও তার যাবতীয় ভরণপোষণের খরচ বহন করার জন্য আমি ৭ নং আদমপুর ইউনিয়নের গ্রাম আদালতে লিখিত অভিযোগ করেছি। আমার বাচ্চাটা যেন এতিম না হয় এ জন্য ন্যায়বিচার চাই।’
অভিযোগের বিষয়ে জানতে ব্যবসায়ী হারুন আর রশিদের ব্যবহৃত ফোন নম্বরে একাধিকবার কল দিলেও তিনি সাড়া দেননি।
এ বিষয়ে আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন বলেন, ‘আমার ইউনিয়নের গ্রাম আদালতে একটা লিখিত অভিযোগ এসেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
মৌলভীবাজারের কমলগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী ছেলের পিতৃ পরিচয়ের দাবিতে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে এক মা অভিযোগ করেছেন। উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল গ্রামের ব্যবসায়ী হারুন আর রশিদের বিরুদ্ধে বৃহস্পতিবার (১৫ জুন) এমন অভিযোগ করেন একই ইউনিয়নের এক নারী।
গ্রাম আদালতে দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ভানুবিল গ্রামের বাসিন্দা ব্যবসায়ী হারুন অর রশিদ একই গ্রামের এক মেয়েকে যখন বাড়িতে গিয়ে প্রাইভেট পড়াতেন তখন তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। একপর্যায়ে তাঁরা শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। পরে সেই মেয়ে একটি ছেলে সন্তান জন্ম দেন। মেয়ের পরিবার থেকে চাপ দিলে হারুন অর রশিদ বিয়ে করতে অস্বীকৃতি জানান। পরে এ বিষয়ে মৌলভীবাজার আদালতে একটি মামলা হয়। মামলার রায়ে নারীর মানহানি বাবদ ৫০ হাজার টাকা ও ছেলের বয়স ১২ বছর পর্যন্ত মায়ের কাছে রাখার রায় দেন আদালত। এরপর ছেলের বাবার কাছে থাকার কথা এবং তাঁরই সব দায়দায়িত্ব নেওয়ার কথা। কিন্তু ছেলের বয়স এখন ১৮ বছর পূর্ণ হলেও হারুন অর রশিদ কোনো খরচ দিচ্ছেন না। এমনকি এটি তাঁর ছেলে নয় বলেও দাবি করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, এবারের এইচএসসি পরীক্ষার্থী ওই ছেলে। তাঁর জন্মসনদ ও স্কুল সার্টিফিকেটে বাবার নাম হারুন মিয়া ও মায়ের নাম রয়েছে। ছেলের বয়স ১৮ মাসের সময়ই মায়ের অন্য স্থানে বিয়ে হয়ে গেছে। ছেলেকে লালনপালন করেন খালা ও নানি।
ওই ছেলে বলেন, ‘আমি খুব কষ্টে বড় হয়েছি খালা ও নানির কাছে। নানি ও খালা বর্তমানে অক্ষম। আমি মানুষের কাজ করে নিজে পড়াশোনা করছি। এ বছর আমি এইচএসসি পরীক্ষার্থী। আমার এ বয়সে আর কাজ করা সম্ভব হচ্ছে না। আমি ছোট থাকা অবস্থায় মাকে অন্য একটা জায়গায় বিয়ে দেয় নানি। কিন্তু আমার বাবা আছে। বাবার কাছে গেলে দূর দূর করে আমাকে তাড়িয়ে দেন। তিনি আমার বাবা নন বলে দাবি করেন। আমি আমার বাবার পরিচয় ও আমার অধিকার পেতে চাই।’
ছেলে পিতৃ পরিচয়ের দাবিতে গ্রাম আদালতে অভিযোগকারী নারী বলেন, ‘আমার ছেলের পিতৃ পরিচয় ও তার যাবতীয় ভরণপোষণের খরচ বহন করার জন্য আমি ৭ নং আদমপুর ইউনিয়নের গ্রাম আদালতে লিখিত অভিযোগ করেছি। আমার বাচ্চাটা যেন এতিম না হয় এ জন্য ন্যায়বিচার চাই।’
অভিযোগের বিষয়ে জানতে ব্যবসায়ী হারুন আর রশিদের ব্যবহৃত ফোন নম্বরে একাধিকবার কল দিলেও তিনি সাড়া দেননি।
এ বিষয়ে আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন বলেন, ‘আমার ইউনিয়নের গ্রাম আদালতে একটা লিখিত অভিযোগ এসেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১২ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৬ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫