Ajker Patrika

সিলেটে চীনা বিদ্যুৎ শ্রমিক হত্যার ঘটনায় স্ত্রীর মামলা

প্রতিনিধি
আপডেট : ২০ মে ২০২১, ১৬: ৪৪
সিলেটে চীনা বিদ্যুৎ শ্রমিক হত্যার ঘটনায় স্ত্রীর মামলা

সিলেট সদর (সিলেট): সিলেটে সহকর্মীর ছুরিকাঘাতে চীনা বিদ্যুৎ প্ল্যান্টের শ্রমিক নিহতের ঘটনায় একজনকে আসামি করে মামলা হয়েছে। স্বামী খুন হওয়ার খবর পেয়ে গতকাল বুধবার চীন থেকে ছুটে আসেন ওয়াং কিউ আই ইউ জিং। এসেই রাতে সিলেটের কোতয়ালি থানায় বাদী হয়ে মামলাটি করেন তিনি।

কোতয়ালি থানার ওসি এ এস এম আবু ফরহাদ জানান, হত্যার অভিযোগে করা মামলায় জো চাও নামের এক চীনা নাগরিককে আসামি করা হয়েছে। আসামি আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের পাহারায় চিকিৎসাধীন। ঢাকায় চীনা দূতাবাসের সিদ্ধান্ত অনুযায়ী আজ নিহত চীনা শ্রমিক উই ওয়েন তাও–এর ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে সিলেট কোতয়ালি থানার পাঠানটুলা এলাকার নিবাস-বি-১১-৯ নং বাসায় দুই চীনা নাগরিকের মারামারি ছুরিকাঘাতে মারা যান উই ওয়েন তাও। তিনি সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ প্ল্যান্টে কাজ করতেন। মামলার আসামি জো চাও রাতের কাজ শেষ করে সকালে বাসায় এসে নাস্তার সময় হাত ধোয়া নিয়ে উই ওয়েন তাওয়ের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তাঁরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ঘটনাস্থলেই ও‍য়েন তাও–এর মৃত্যু হয়। পরে পুলিশ ওই ফ্ল্যাট থেকে দুটি ছুরি উদ্ধার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত