Ajker Patrika

বগুড়ায় ছুরিকাঘাতে দুই যুবক আহত 

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় ছুরিকাঘাতে দুই যুবক আহত 

বগুড়ায় একে অপরের ছুরিকাঘাতে দুই যুবক আহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে শহরের নামাজগড় স্বদেশ ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। 

আহতেরা হলেন বগুড়া শহরের গোয়ালগাড়ী এলাকার তপন মন্ডলের ছেলে দোকান কর্মচারী রিংকু মন্ডল (২৬) ও মোহাম্মদ আলীর ছেলে মোটরশ্রমিক জাফেল আলী (৩০)। 

আহত দুজনই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, তাঁরা দুজন একই এলাকার বাসীন্দা। ইফতারের আগে সন্ধ্যায় নামাজগড় স্বদেশ ক্লিনিকের সামনে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ের তাঁরা একে অপরকে ছুরিকাঘাত করেন। 

ওসি আরও বলেন, হাসপাতালে দুজনের চিকিৎসা চলছে। কী বিষয়ের তাঁদের মধ্যে বিরোধ তা এখনো জানা যায়নি। তবে তাঁদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আটক দেখানো হবে বলেও জানান ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত