Ajker Patrika

নবজাতকের গুরুতর অবস্থার সুযোগে ১৬ টাকার ইনজেকশন ৫২০ টাকায় বিক্রি

বগুড়া প্রতিনিধি
নবজাতকের গুরুতর অবস্থার সুযোগে ১৬ টাকার ইনজেকশন ৫২০ টাকায় বিক্রি

১৬ টাকা মূল্যের ইনজেকশন ৫২০ টাকায় বিক্রি করাল অপরাধে ‘বর্ষণ মেডিসিন অ্যান্ড সার্জিক্যাল’ নামের একটি ওষুধের দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আইন অনুযায়ী অভিযোগকারী ভোক্তাকে দেওয়া হয়েছে সাড়ে ৭ হাজার টাকা। পাশাপাশি দোকানটি সাময়িক সিলগালা করা হয়েছে। 

আজ রোববার বিকেলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সামনে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। 

মো. লিখন আহমেদ নামের এক ভোক্তার অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন তিনি। 

ইফতেখারুল আলম রিজভী বলেন, ‘লিখনের চার দিনের শিশু গুরুতর অসুস্থ হয়ে শজিমেক হাসপাতালে ভর্তি রয়েছে। ডাক্তার জরুরি ভিত্তিতে kacin 100 নামে একটি ইনজেকশন আনতে বলেন। লিখন বাজারমূল্য না জানায় এবং জরুরি অবস্থার কথা বুঝতে পেরে বর্ষণ মেডিসিন অ্যান্ড সার্জিক্যাল ওষুধটি ৫২০ টাকায় বিক্রয় করে। অথচ ওষুধটির বাজারমূল্য মাত্র ১৬ টাকা।’ 

অভিযোগকারী ভোক্তাকে প্রাপ্য বুঝিয়ে দেন ভোক্তা অধিকারের কর্মকর্তা ইফতেখারুল আলম রিজভী‘লিখন পরবর্তীতে ওষুধটির দাম জনতে পেরে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ে অভিযোগ দেন। বিকেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পাওয়া যায়।’ 

রিজভী আরও বলেন, ‘অভিযান চলাকালে আরও অনেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মৌখিকভাবে একই অভিযোগ করেন।’ 

এরই পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত