Ajker Patrika

‘পরকীয়ার জেরে’ ট্রাকচালককে ফোনে ডেকে নিয়ে হত্যা, নারী আটক 

পাবনা প্রতিনিধি
আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ১৩: ৩৩
‘পরকীয়ার জেরে’ ট্রাকচালককে ফোনে ডেকে নিয়ে হত্যা, নারী আটক 

পাবনার আতাইকুলা থেকে এক ট্রাকচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে আতাইকুলার জোরাদহ গ্রামের লিচুবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। 

পুলিশ বলছে, পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে আটক করেছে পুলিশ। 

নিহত আব্দুর রউফ (৫০) আতাইকুলা থানার মধুপুর গ্রামের মৃত মোসলেম প্রামাণিকের ছেলে। 

নিহতের ছোট ভাই আইয়ুব আলী জানান, গতকাল বুধবার সন্ধ্যার দিকে তাঁর ভাইয়ের মোবাইল ফোনে কল এলে তিনি বাড়ি থেকে বের হন। রাত ১০টার দিকে তাঁর মোবাইল ফোনে কল দেওয়া হলে ফোন বন্ধ পাওয়া যায়। আজ সকালে মানুষের কাছ থেকে খবর পান জোয়ারদহ গ্রামের একটি লিচুবাগানে তাঁর মৃতদেহ পড়ে আছে। 

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরকীয়ার জেরে রউফকে হত্যা করা হতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ওসি আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত বলা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত