স্বল্প আলোয় বই পড়া চোখের ক্ষতি করে?
শৈশব-কৈশোরে লুকিয়ে লুকিয়ে রাতের বেলা ঘুমের সময় কাঁথা-কম্বল মুড়ে গল্পের বই পড়েছেন নিশ্চয়ই। আবার এভাবে পড়তে গিয়ে ধরা খেয়ে মা-বাবার কাছে বোকা শুনেছেন, ‘কম আলোতে পড়লে চোখ নষ্ট হয়ে যায় বা চোখের পাওয়ার কমে যায়।’ শুধু আপনার বাবা-মা নয়, পৃথিবীজুড়েই এই ধারণা প্রচলিত। আসলেই কি কম আলোতে বই পড়া চোখের ক্ষতি করে?