বেশি সরবরাহের সুযোগে কৃষকদের ৪ টাকা কেজিতে পটোল বেচতে বাধ্য করলেন ব্যাপারিরা
বাজারের আড়তদার, খুচরা বিক্রেতা ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার চৌগাছা বড় কাঁচাবাজারে চাহিদার তুলনায় বেশি পটোল আসে। সুযোগ বুঝে বাইরের ব্যাপারীরা (চৌগাছা থেকে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুরসহ বিভিন্ন এলাকা থেকে আসা) কম দামে কিনতে থাকেন...