Ajker Patrika

ক্রেতা সেজে বন বিভাগের অভিযান, বাঘের নখসহ আটক ১

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ৩০ মে ২০২৪, ২০: ০৪
ক্রেতা সেজে বন বিভাগের অভিযান, বাঘের নখসহ আটক ১

সাতক্ষীরার শ্যামনগরে বাঘের নখসহ একজনকে আটক করেছে বন বিভাগ। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে নীলডুমুর খেয়াঘাট থেকে তাঁকে আটক করা হয়। 

আটক ব্যক্তির নাম মো. শরিফ উদ্দীন (৪৫)। তিনি উপজেলার শ্রীফলকাঠি গ্রামের মো. মোকাদ্দেছ মোল্যার ছেলে। 

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসাইন চৌধুরী জানান, ক্রেতা সেজে বাঘের অঙ্গপ্রত্যঙ্গ কেনার নামে তাঁকে হাতেনাতে আটক করা হয়েছে। এ সময় শরীফ উদ্দীনের কাছে থাকা বাঘের দুটি নখ জব্দ করা হয়। তাঁর কাছে আর কোনো অঙ্গপ্রত্যঙ্গ রয়েছে কি না জিজ্ঞাসাবাদ করা হবে। 

বন বিভাগের এ কর্মকর্তা আরও জানান, প্রায় ছয় মাস আগে সুন্দরবনের কাছিকাটা এলাকায় একটি মস্তকবিহীন বাঘের মৃতদেহ পাওয়া যায়। সে ঘটনার পর থেকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি বনকর্মীরা মৃত বাঘের বিষয়ে তথ্য অনুসন্ধান শুরু করে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে বন্য প্রাণী নিধনসহ অঙ্গপ্রত্যঙ্গ পাচারের অভিযোগে মামলা করা হবে। 

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল হোসাইনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার হাবিবুল ইসলাম, আমিরুল ফকির, আবুল বাসার ও বি এম মামুনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত