ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচন–পরবর্তী সহিংসতায় ১৪টি বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নির্বাচনে বিজয়ী প্রার্থী আরিফ রেজা মন্নুর সমর্থক মো. আব্দুল্লাহ ও পরাজিত প্রার্থী শামীম হোসেন মোল্লার সমর্থক শামছুদ্দিন মোল্লার লোকজনের মধ্যে নির্বচান নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে শামছুদ্দিন মোল্লার বাড়িসহ ১৪টি বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ মে শৈলকুপা উপজেলায় দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আরিফ রেজা মন্নু বিজয়ী হয় এবং পরাজিত হন দোয়াত–কলম প্রতীকের প্রার্থী শামীম হোসেন মোল্লা।
নির্বাচনী প্রচারে কাজ করা নিয়ে বিজয়ী প্রার্থীর সমর্থক গোবিন্দপুর গ্রামের আব্দুল্লাহ ও পরাজিত প্রার্থীর সমর্থক শামছুদ্দিন মোল্লার লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এ জেরে আব্দুল্লাহর পক্ষের লোকজন শামছুদ্দিন মোল্লার বাড়িসহ তাঁর পক্ষের গোবিন্দপুর গ্রামের কমপক্ষে ১৪টি বাড়িতে হামলা ও ভাঙচুর করে।
এ বিষয়ে শামীম হোসেন মোল্লার সমর্থক শামছুদ্দিন মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা দোয়াত–কলম প্রতীকে ভোট করেছি। ভোটে আমরা পরাজিত হওয়ায় বিনা উসকানিতে হঠাৎ করে রাত ১০টার দিকে আমার বাড়িসহ আমার নিরীহ লোকদের ১৪টি বাড়ি ভাঙচুর করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
এদিকে বিজয়ী প্রার্থীর সমর্থক গোবিন্দপুর গ্রামের মো. আব্দুল্লাহ বলেন, ‘আমার ও আমার সমর্থকদের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক না।’
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী বলেন, শৈলকুপার গোবিন্দপুর গ্রামে উপজেলা চেয়ারম্যান নির্বাচনের বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মাঝে বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। এলাকার পরিস্থিতি বর্তমান শান্ত আছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচন–পরবর্তী সহিংসতায় ১৪টি বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নির্বাচনে বিজয়ী প্রার্থী আরিফ রেজা মন্নুর সমর্থক মো. আব্দুল্লাহ ও পরাজিত প্রার্থী শামীম হোসেন মোল্লার সমর্থক শামছুদ্দিন মোল্লার লোকজনের মধ্যে নির্বচান নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে শামছুদ্দিন মোল্লার বাড়িসহ ১৪টি বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ মে শৈলকুপা উপজেলায় দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আরিফ রেজা মন্নু বিজয়ী হয় এবং পরাজিত হন দোয়াত–কলম প্রতীকের প্রার্থী শামীম হোসেন মোল্লা।
নির্বাচনী প্রচারে কাজ করা নিয়ে বিজয়ী প্রার্থীর সমর্থক গোবিন্দপুর গ্রামের আব্দুল্লাহ ও পরাজিত প্রার্থীর সমর্থক শামছুদ্দিন মোল্লার লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এ জেরে আব্দুল্লাহর পক্ষের লোকজন শামছুদ্দিন মোল্লার বাড়িসহ তাঁর পক্ষের গোবিন্দপুর গ্রামের কমপক্ষে ১৪টি বাড়িতে হামলা ও ভাঙচুর করে।
এ বিষয়ে শামীম হোসেন মোল্লার সমর্থক শামছুদ্দিন মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা দোয়াত–কলম প্রতীকে ভোট করেছি। ভোটে আমরা পরাজিত হওয়ায় বিনা উসকানিতে হঠাৎ করে রাত ১০টার দিকে আমার বাড়িসহ আমার নিরীহ লোকদের ১৪টি বাড়ি ভাঙচুর করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
এদিকে বিজয়ী প্রার্থীর সমর্থক গোবিন্দপুর গ্রামের মো. আব্দুল্লাহ বলেন, ‘আমার ও আমার সমর্থকদের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক না।’
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী বলেন, শৈলকুপার গোবিন্দপুর গ্রামে উপজেলা চেয়ারম্যান নির্বাচনের বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মাঝে বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। এলাকার পরিস্থিতি বর্তমান শান্ত আছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ফুঁপিয়ে কেঁদেছেন ব্যারিস্টার তুরিন আফরোজ। ক্ষোভ ঝেড়েছেন সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। আশার কথা শুনিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। পালিয়ে থাকার তথ্য দিলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক...
২ ঘণ্টা আগেবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) প্রথমবারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৫ ’। পাশাপাশি ইয়ুথ হাবে তরুণদের অংশগ্রহণে বিভিন্ন কর্মশালা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নেটওয়ার্কিং সেশন চলছে।
৩ ঘণ্টা আগেপেশাদার মোটরযান চালকদের নতুন ড্রাইভিং লাইসেন্স তৈরিতে ও নবায়ন করাতে মেডিকেল সার্টিফিকেট (চিকিৎসা সনদ) বাধ্যতামূলক। কিন্তু অনেকে ভুয়া মেডিকেল সার্টিফিকেট তৈরি করে পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁরা লাইসেন্সও পেয়ে যাচ্ছেন সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন..
৩ ঘণ্টা আগেমুন্সিগঞ্জ জেলা সিভিল সার্জন মঞ্জুরুল আলমের বিরুদ্ধে ওঠা বেশ কিছু অনিয়ম-দুর্নীতির অভিযোগের সত্যতা মিলেছে। ২০২৩-২৪ অর্থবছরে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়কের দায়িত্ব পালনকালে হাসপাতালটিতে বেশ কিছু অনিয়ম-দুর্নীতি হয়েছে বলে স্বাস্থ্য অডিট অধিদপ্তরের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে...
৪ ঘণ্টা আগে