দুই দিনের ব্যবধানে ছেলে-স্বামীর মৃত্যু, বারবার মূর্ছা যাচ্ছেন নাজমা
আহাজারি করতে করতে নাজমা বলছেন, ‘সজীবুল কো, আমার মনি কো, আমার মনিরে গ্রামের মানুষ কত ভালোবাসত। এত ভালো মনি ছিল আমার। স্বামী-সন্তান দুজন মানুষই মরে গেল। ইনকামের মানুষ ফুরোই গেল। আমার এখন কিডা ইনকাম করে খাওয়াবি।’