Ajker Patrika

খুলনায় আ.লীগের নেতা সোহাগ কারাগারে

খুলনা প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ১৭: ২৯
মাহাবুব আলম সোহাগ। ছবি: সংগৃহীত
মাহাবুব আলম সোহাগ। ছবি: সংগৃহীত

খুলনা মহানগর আওয়ামী লীগের নেতা মুন্সী মাহাবুব আলম সোহাগকে (৫৭) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। খালিশপুর বিএনপির অফিস ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে রোববার রাতে নগরীর তারের পুকুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাহাবুব আলম সোহাগ খুলনা থেকে প্রকাশিত দেশ সংযোগ পত্রিকার সম্পাদক–প্রকাশক ও মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। এ ছাড়া তিনি খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও দেশ প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশনসের স্বত্বাধিকারী।

এদিকে সোহাগকে আদালতে হাজির করা হলে বিক্ষুব্ধ লোকজন আদালত প্রাঙ্গণে বিভিন্ন স্লোগান দেয়। এ সময়ে আদালতের দ্বিতীয় তলায় পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান সুনীল দাসের ওপর হামলার ঘটনা ঘটে। তাদের মারধরে সাংবাদিক সুনীল দাস আহত হন।

আদালত প্রাঙ্গণে বিক্ষুব্ধ লোকজনের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
আদালত প্রাঙ্গণে বিক্ষুব্ধ লোকজনের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

জানতে চাইলে নগর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁকে আমরা গত কয়েক দিন ধরে খুঁজছি। গোপন সংবাদের মাধ্যম আমরা জানতে পারলাম, তিনি নগরীর তারের পুকুর এলাকার হাজি মেহের আলী সড়কের বাড়িতে অবস্থান করছেন। এমন সংবাদ পেয়ে আমরা সেখানে রোববার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করি।’

তিনি আরও বলেন, ‘তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে এবং খুলনার খালিশপুর থানায় নিয়মিত মামলাও রয়েছে। গত ৩ আগস্ট দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আজ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১-এ হাজির করা হয়। তবে এদিন মামলার জামিন বা রিমান্ডের শুনানি হয়নি। আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।’ তবে সোহাগের স্ত্রী রেহানা আক্তার দাবি করেছেন, তাঁর স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিয়ানমারে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টাকে দেশে ফেরার নির্দেশ

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ প্রসঙ্গে যা বলল পাকিস্তানের পত্রিকা দ্য ডন

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত