Ajker Patrika

খুলনা আদালত চত্বরে ছাত্রলীগ নেতা রনবীরকে মারধর

খুলনা প্রতিনিধি
ছাত্রলীগ নেতা রনবীরকে আদালতে তোলার সময় বিক্ষুব্ধ জনতা মারধর করেন। ছবি: আজকের পত্রিকা
ছাত্রলীগ নেতা রনবীরকে আদালতে তোলার সময় বিক্ষুব্ধ জনতা মারধর করেন। ছবি: আজকের পত্রিকা

খুলনা মহানগর ছাত্রলীগের সহসভাপতি রনবীর বাড়ৈ সজলকে (৩৫) বিক্ষুব্ধ জনতা মারধর করেছে। আজ শনিবার (২৮ ডিসেম্বর) বেলা ১টার দিকে আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ ছাড়া আদালত থেকে তাঁকে প্রিজন ভ্যানে তোলার সময় ডিম নিক্ষেপ করা হয় বলেও জানা গেছে।

গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে বাগেরহাটের মোংলার খাসেরডাংগা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তাঁর বিরুদ্ধে খুলনা মহানগর ও জেলার পাঁচ থানায় হত্যাসহ সাতটি মামলা রয়েছে।

আদালত ও স্থানীয় সূত্র জানায়, রনবীর বাড়ৈ সজলকে আদালতে তোলার সময় বিক্ষুব্ধ জনতা তাঁকে মারধর করে। পরে এজলাস থেকে বের করে পুলিশ ভ্যানে তোলার সময় তাঁকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। এ সময় তাঁর বিচার দাবিতে বিক্ষুব্ধ জনতা মিছিলও করেন। তখন তড়িঘড়ি করে পুলিশ ভ্যানে তুলে সজলকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপির) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর আলম জানান, গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের খুলনা নগরের সহসভাপতি রনবীর বাড়ৈ সজলের বিরুদ্ধে নগরীর সোনাডাঙ্গা, খালিশপুর ও খুলনা সদর থানায় পাঁচটি মামলা এবং জেলার বটিয়াঘাটা থানায় একটি হত্যা ও রূপসা থানায় একটি মারামারি মামলা রয়েছে।

রনবীরকে তড়িঘড়ি করে প্রিজন ভ্যানে তোলা হয়। ছবি: আজকের পত্রিকা
রনবীরকে তড়িঘড়ি করে প্রিজন ভ্যানে তোলা হয়। ছবি: আজকের পত্রিকা

খালিশপুর থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, ২০২৩ সালের ২২ অক্টোবর খালিশপুর থানা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গত ৩০ আগস্ট খালিশপুর থানায় মামলা হয়। যুবদল খুলনা মহানগর শাখারা যুগ্ম-সম্পাদক ও ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা শেখ নুরুল ইসলাম মামলাটি করেন। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার দুপুর ১২টার দিকে রনবীর বাড়ৈ সজলকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজির করা হলে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিন জামিন এবং রিমান্ডের আবেদন কোনো পক্ষই করেনি।

এসআই সিরাজুল ইসলাম আরও বলেন, ‘রনবীরকে আদালতে তোলার সময় সামান্য বিশৃঙ্খলা হয়। পরে আমরা নিরাপদে তাঁকে কারাগারে পাঠিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত