দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
সপ্তাখানেক আগ থেকেই কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বাজারে উঠতে শুরু করেছে এ অঞ্চলে উৎপাদিত নতুন পেঁয়াজ। শুরুতে দাম কম থাকায় কয়েক দফা সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন চাষিরা। তারপরই গত তিন দিনে পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১৫ থেকে ২০ টাকা।
খোঁজ নিয়ে জানা যায়, চলতি মাসের ২৫ তারিখ পর্যন্ত পেঁয়াজের বাজার ছিল নিম্নমুখী। এই দিন পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে ২৫ থেকে ৩০ টাকা দরে। পরে প্রতি দিন কেজিতে ৩ থেকে ৫ টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধি পেয়ে গত শনিবার ও রোববার সকাল পর্যন্ত কেজি প্রতি দাম বেড়ে পাইকারি বাজারে ৪৩ থেকে ৪৬ টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ।
গত শনিবার রাত দশটার দিকে উপজেলার তারাগুনিয়ায় বড় পাইকারি সবজি বাজারে সরেজমিনে দেখা যায় চাষিদের কাছ থেকে ৪৫-৪৬ টাকা দরে কেনা হচ্ছে নতুন মুড়ি কাটা পেঁয়াজ।
বাজারের পাইকারি ব্যবসায়ী শামসুল হকের কাছে পেঁয়াজের বাজার দর জানতে চাইলে তিনি বলেন, ২৫ তারিখের পর থেকে বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে কয়েক দফায় । আজ শনিবার রাত পর্যন্ত আমরা ৪৬ টাকা দরে চাষিদের পেঁয়াজ কিনেছি। তবে আমদানির ওপর নির্ভর করবে বাজার দর।
এদিকে খুচরা বাজারে ৫ টাকা লাভে বিক্রি হচ্ছে এই নতুন পেঁয়াজ। গতকাল শনিবার বিকেলে উপজেলার হোসেনাবাদ কাঁচাবাজারে নতুন পেঁয়াজ বিক্রি হয়েছে ৫০ টাকা দরে।
তবে বাজারে পেঁয়াজের দাম বাড়লেও দুশ্চিন্তা কাটেনি চাষিদের। তাঁরা বলছেন, আর কিছুটা দাম বেড়ে বাজার দর স্থিতিশীল হলে ভালো হয়। দর উঠানামা করলে তাঁরা ক্ষতিগ্রস্ত হবেন।
হোসেন নামের এক পেঁয়াজ চাষি বলেন, ‘বর্তমান যা বাজার এই দামে পেঁয়াজ বিক্রি করলে শুধু খরচ তোলা সম্ভব, তবে কোনো লাভ হবে না।’
নাসির উদ্দীন নামের আরেক চাষি বলেন, ‘এবার বিঘাপ্রতি ১ লাখ ২০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে। পেঁয়াজ চাষে ভালো দাম না পেলে আমরা ক্ষতির মুখে পড়ব। তবে শুরুর তুলনায় দাম বেড়েছে এখন।’
গত শনিবার বিকেলে রাহুল ইসলাম নামের এক ক্রেতার কাছে পেঁয়াজে দামের বিষয়ে জানতে চাইলে বলেন, ‘আজ ৫০ টাকা কেজিতে কিনেছি। পেঁয়াজ এর আগের হাটে ৪০ টাকায় কিনেছিলাম। দাম বাড়লেও এখন সহনশীলতা মধ্যে আছে। এমন বাজার থাকলে আমরা ক্রেতারা বিপাকে পড়ব না।’
উপজেলা কৃষি অফিসের দেওয়া তথ্য মতে এবার উপজেলায় ৩ হাজার ২৫০ হেক্টর জমিতে চাষ হয়েছে মুড়িকাটা পেঁয়াজ।
সপ্তাখানেক আগ থেকেই কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বাজারে উঠতে শুরু করেছে এ অঞ্চলে উৎপাদিত নতুন পেঁয়াজ। শুরুতে দাম কম থাকায় কয়েক দফা সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন চাষিরা। তারপরই গত তিন দিনে পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১৫ থেকে ২০ টাকা।
খোঁজ নিয়ে জানা যায়, চলতি মাসের ২৫ তারিখ পর্যন্ত পেঁয়াজের বাজার ছিল নিম্নমুখী। এই দিন পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে ২৫ থেকে ৩০ টাকা দরে। পরে প্রতি দিন কেজিতে ৩ থেকে ৫ টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধি পেয়ে গত শনিবার ও রোববার সকাল পর্যন্ত কেজি প্রতি দাম বেড়ে পাইকারি বাজারে ৪৩ থেকে ৪৬ টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ।
গত শনিবার রাত দশটার দিকে উপজেলার তারাগুনিয়ায় বড় পাইকারি সবজি বাজারে সরেজমিনে দেখা যায় চাষিদের কাছ থেকে ৪৫-৪৬ টাকা দরে কেনা হচ্ছে নতুন মুড়ি কাটা পেঁয়াজ।
বাজারের পাইকারি ব্যবসায়ী শামসুল হকের কাছে পেঁয়াজের বাজার দর জানতে চাইলে তিনি বলেন, ২৫ তারিখের পর থেকে বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে কয়েক দফায় । আজ শনিবার রাত পর্যন্ত আমরা ৪৬ টাকা দরে চাষিদের পেঁয়াজ কিনেছি। তবে আমদানির ওপর নির্ভর করবে বাজার দর।
এদিকে খুচরা বাজারে ৫ টাকা লাভে বিক্রি হচ্ছে এই নতুন পেঁয়াজ। গতকাল শনিবার বিকেলে উপজেলার হোসেনাবাদ কাঁচাবাজারে নতুন পেঁয়াজ বিক্রি হয়েছে ৫০ টাকা দরে।
তবে বাজারে পেঁয়াজের দাম বাড়লেও দুশ্চিন্তা কাটেনি চাষিদের। তাঁরা বলছেন, আর কিছুটা দাম বেড়ে বাজার দর স্থিতিশীল হলে ভালো হয়। দর উঠানামা করলে তাঁরা ক্ষতিগ্রস্ত হবেন।
হোসেন নামের এক পেঁয়াজ চাষি বলেন, ‘বর্তমান যা বাজার এই দামে পেঁয়াজ বিক্রি করলে শুধু খরচ তোলা সম্ভব, তবে কোনো লাভ হবে না।’
নাসির উদ্দীন নামের আরেক চাষি বলেন, ‘এবার বিঘাপ্রতি ১ লাখ ২০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে। পেঁয়াজ চাষে ভালো দাম না পেলে আমরা ক্ষতির মুখে পড়ব। তবে শুরুর তুলনায় দাম বেড়েছে এখন।’
গত শনিবার বিকেলে রাহুল ইসলাম নামের এক ক্রেতার কাছে পেঁয়াজে দামের বিষয়ে জানতে চাইলে বলেন, ‘আজ ৫০ টাকা কেজিতে কিনেছি। পেঁয়াজ এর আগের হাটে ৪০ টাকায় কিনেছিলাম। দাম বাড়লেও এখন সহনশীলতা মধ্যে আছে। এমন বাজার থাকলে আমরা ক্রেতারা বিপাকে পড়ব না।’
উপজেলা কৃষি অফিসের দেওয়া তথ্য মতে এবার উপজেলায় ৩ হাজার ২৫০ হেক্টর জমিতে চাষ হয়েছে মুড়িকাটা পেঁয়াজ।
তিস্তা সেচ প্রকল্পের দিনাজপুর সেচ খালের বাঁধ ভেঙে পানি ঢুকে নীলফামারীতে ৩০ একর জমির আমন ধান চারা নষ্ট হয়ে গেছে। আজ রোববার বেলা ১১টার দিকে জেলা সদরের কালীতলা ভাট্টাতলি নামক স্থানে এ ঘটনা ঘটে। এতে করে ওই সেচ খালে জেলা সদরের চাঁদেরহাট স্লুইসগেট থেকে দিনাজপুরের খানসামা ও চিরিরবন্দর এলাকায় খরিপ-২ মৌসুমের
২৯ মিনিট আগেচট্টগ্রামের ফটিকছড়ি লেলাং ইউনিয়নে নিখোঁজের ১১ দিন পর হাত-মুখ বাঁধা অটোরিকশাচালক সন্তোষ চন্দ্র নাথ (৩৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ জুলাই) লেলাং ইউনিয়নের লালপুলসংলগ্ন এলাকার লেলাং খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সন্তোষ নাথ লেলাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সীমান্ত মহাজন বাড়ির
৩৪ মিনিট আগেরাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্র থেকে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে আজ রোববার বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, আজ রাত ৮টা পর্যন্ত এই কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২২০ মেগাওয়াট।
৩৮ মিনিট আগেপ্রতিবন্ধী ব্যবসায়ী সাইফুল ইসলামের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানাসহ বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে। এ ঘটনায় সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে ১০ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে জেলা বিএনপির..
১ ঘণ্টা আগে