Ajker Patrika

পাইকগাছায় গরু চুরির মামলায় দুজনকে গ্রেপ্তার ২ 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১৩: ৫৯
পাইকগাছায় গরু চুরির মামলায় দুজনকে গ্রেপ্তার ২ 

খুলনার পাইকগাছায় গরু চুরির মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। এ সময় চুরি হওয়া গরু জব্দ করা হয়েছে। 

আসামিরা হলেন, রাড়ুলী ইউনিয়নের আসাদুল সরদার (৩৮) ও একই এলাকার মান্দার চৌকিদারের ছেলে আজাদ (৪৪)। 

চুরি হওয়া গরুর মালিক পাইকগাছা পৌরসভার নবু গাজীর ছেলে শহিদুল ইসলাম বলেন, ‘গত শনিবার বাড়ির পাশে ওয়াপদার বেড়িবাঁধে আমি গরু চরাতে যাই। এর কিছুক্ষণ পর এক ঘণ্টার জন্য বাড়ি আসি। পরে আবার বেড়িবাঁধে গিয়ে দেখি আমার গরু নাই। পরবর্তীতে গতকাল রোববার বিকেল সাড়ে ৬টার দিকে চাঁদখালী গরু হাটে গিয়ে দেখি আসাদুল সরদার নামে এক ব্যক্তি বিক্রির জন্য আমার গরু নিয়ে বসে আছে। এ সময় আমি পুলিশকে বিষয়টি জানাই। পরে পুলিশ এসে তাঁকে আটক করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছি।’ 

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আনজির হোসেন জানান, রোববার আসাদুলকে গ্রেপ্তার করার পর তাঁর স্বীকারোক্তিতে রাতেই আজাদ নামে অপরজনকে গ্রেপ্তার করা হয়েছে। গরু চুরির কথা স্বীকার করেছেন তাঁরা। 

এ বিষয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, আজ সকালে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে ওই দুজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত