Ajker Patrika

যৌতু‌কের দাবিতে গৃহবধূ‌কে হত্যার অ‌‌ভিযো‌গ

প্রতিনিধি, মাদারীপুর
আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ১৫: ৫৬
যৌতু‌কের দাবিতে গৃহবধূ‌কে হত্যার অ‌‌ভিযো‌গ

মাদারীপুরে যৌতুকের টাকা না পেয়ে আঁখি আক্তার নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বামী আরিফ ব্যাপারীকে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রা‌তে সদর উপজেলার টুবিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পু‌লিশ জানায়, দেড়বছর আগে মাদারীপুর সদর উপজেলার টুবিয়া গ্রামের কালাই ফকিরের মেয়ে আঁখি আক্তারের সঙ্গে একই গ্রামের মৃত হায়দার ব্যাপারীর ছেলে আরিফের বিয়ে হয়। বিয়ের সময় আঁখির পরিবার নগদ ৫০ হাজার টাকাসহ প্রয়োজনীয় আসবাবপত্র দেয়। এরপরও যৌতুকের জন্য প্রতিনিয়ত আঁখির ওপর মানসিক নির্যাতন শুরু করে আরিফ। পরিবার দরিদ্র হওয়ায় যৌতুকের টাকা দিতে না পারায় আঁখির ওপর শুরু হয় প্রতিনিয়ত শারীরিক নির্যাতন।

গৃহবধূর বাবা কালাই ফকির অভিযোগ করেন, যৌতুকের টাকার জন্যই তার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এরপর ঘরের আড়ার সঙ্গে মরদেহ ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা করেছে তার স্বামী।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আব্দুল হান্নান বলেন, ঘটনাস্থল থেকে অভিযুক্ত আরিফ ব্যাপারীকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালদূষণকারী কারখানা পেল পরিবেশবান্ধব পুরস্কার

ইস্পাহানে বাংকার বাস্টার মারেনি যুক্তরাষ্ট্র, অক্ষত ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম

ঢাকার সঙ্গে সম্পর্ক মেরামতে বিশেষজ্ঞদের সঙ্গে ভারতের সংসদীয় কমিটির দীর্ঘ বৈঠক

বাবুই পাখির কান্না কেউ শুনল না, কেটে ফেলা হলো তালগাছটি

গোষ্ঠীস্বার্থে বহু মানুষের স্বপ্ন নষ্ট করেছে এই প্ল্যাটফর্ম: দায়িত্ব ছেড়ে উমামা ফাতেমার পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত