Ajker Patrika

জাতীয় পতাকা দিয়ে মুরগি পরিষ্কার, ভারতে পোলট্রি দোকানি জেলে

আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ২০: ৪২
জাতীয় পতাকা দিয়ে মুরগি পরিষ্কার, ভারতে পোলট্রি দোকানি জেলে

ভারতে জাতীয় পতাকার অবমাননা করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। কেন্দ্রশাসিত দাদরা ও নগর হাভেলির সিলভাসা এলাকার ওই ব্যক্তি পোলট্রির ব্যবসা করেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ওই ব্যক্তিকে মুরগি পরিষ্কারের জন্য জাতীয় পতাকা ব্যবহার করতে দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ।

সিলভাসা থানার একজন কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, লোকটিকে একটি পোলট্রি দোকানে মুরগি পরিষ্কার করার জন্য ন্যাকড়া হিসেবে জাতীয় পতাকাকে ব্যবহার করে ‘অপমান’ করতে দেখা গেছে।

ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা একটি অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছি। জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ আইন, ১৯৭১-এর ধারা ২-এর অধীনে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’

গত বৃহস্পতিবার ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আর গতকাল শুক্রবার বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওই ব্যক্তি দোষী সাব্যস্ত হলে তিন বছরের কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত