ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
ব্রাজিলের শুরুর একাদশে রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র, মাতিয়াস কুনহা, রাফিনহার মতো দুর্দান্ত ছন্দে থাকা আক্রমণভাগ। তাঁদের ড্রিবলিং আর তীব্র গতির ডিফেন্ডারদের রীতিমতো হিমশিম খেতে হয়। ভাঙাচোরা দলটা নিয়ে এই শক্তিশালী ব্রাজিলকে কীভাবে থামাবেন? সেটি লিওনেল স্কালোনি জানেন বেশ ভালো করেই।