Ajker Patrika

মাদারীপুরে অপহরণ মামলায় সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

প্রতিনিধি, মাদারীপুর
মাদারীপুরে অপহরণ মামলায় সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

কলেজছাত্রী অপহরণ মামলায় মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের সাবেক ইউপি সদস্য লিটন বাড়ৈকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহৃত কলেজছাত্রীকেও উদ্ধার করা হয়। শনিবার সকালে আসামিকে মাদারীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানোর পরে জেল-হাজতে পাঠানো হয়। 

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ জানায়, ১৫ আগস্ট বিকেলে ডাসার উপজেলার নবগ্রাম থেকে একই এলাকায় মামা বাড়ি যাওয়ার পথে কলেজছাত্রীকে অপহরণ করেন লিটন বাড়ৈ। এ ঘটনায় অপহৃতের মা পরদিন বাদী হয়ে মাদারীপুরে নারী ও শিশু নির্যাতন দমন আদালত ও অপহরণ মামলা করেন। মামলায় দুজনকে আসামি করা হয়। মামলায় শুক্রবার বিকেলে ডাসার থানার এস আই অখিল বাবুর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় কালকিনি উপজেলার সূর্যমণি গ্রাম থেকে লিটন বাড়ৈকে গ্রেপ্তার করা হয়। 

ডাসার থানা-পুলিশের তথ্য মতে, গ্রেপ্তার হওয়া লিটন বাড়ৈ নবগ্রামের যুবরাজ বাড়ৈয়ের ছেলে। তিনি নবগ্রাম ইউনিয়নের সাবেক ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার ছিলেন। তাঁর বিরুদ্ধে এর আগেও ভিন্নধর্মের এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ রয়েছে। সেই মামলায় গ্রেপ্তারও করা হয় তাঁকে। বর্তমানে সেই মামলায় জামিনে রয়েছেন তিনি। 

এ ব্যাপারে কলেজছাত্রীর মা বলেন, ‘লিটন একজন লম্পট মানুষ। সে আগেও অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। তাঁর বিরুদ্ধে মামলা করলে, কিছুদিন পরে জামিনে এসে আবার খারাপ কাজ করে। আমি ওর কঠিন বিচার চাই। ওর হাত থেকে যুবতী মেয়েরা রক্ষা পাচ্ছে না।’ 

এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, ‘আমরা আদালত থেকে আদেশ পাওয়ার সাথে সাথে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করি এবং তাঁকে মাদারীপুর আদালতে পাঠাই।’ 

মাদারীপুর আদালতের পুলিশ পরিদর্শক রমেশ চন্দ্র দাস বলেন, লিটন বাড়ৈকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনলে বিচারক তাঁকে জেল-হাজতে পাঠান। পুলিশ তাঁর বিরুদ্ধে সাত দিনের রিমান্ড চাইলে চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত