Ajker Patrika

রাজধানীতে অফিস ভাড়া নিয়ে ফ্ল্যাট দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ মার্চ ২০২৩, ১৪: ৫৭
রাজধানীতে অফিস ভাড়া নিয়ে ফ্ল্যাট দখলের অভিযোগ

রাজধানীর মালিবাগে একটি ফ্ল্যাটে অফিস ভাড়া নিয়ে উল্টো ফ্ল্যাটটিই দখলের অভিযোগ উঠেছে একজন ভাড়াটিয়ার বিরুদ্ধে। আজ শনিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে ফ্ল্যাটের মালিক নাজনীন হাসান নামে এক নারী সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

লিখিত বক্তব্যে নাজনীন হাসান জানান, মালিবাগের ৪৭৬ /এ ডিআইটি রোডের ৫ম তলায় মেসার্স সিকান্দার ওভারসিজ নামে প্রতিষ্ঠানটির কর্ণধার রাজিয়া সুলতানা ব্যবসা পরিচালনার জন্য ফ্ল্যাট ভাড়া নেন। ভাড়া নেওয়ার পর থেকেই ভাড়া না দিয়ে নানা ধরনের টালবাহানা করতে থাকেন। একপর্যায়ে পুরো ফ্ল্যাটই দখলের চেষ্টা করেন তিনি।

ভুক্তভোগী ওই নারী আরও জানান, এ বিষয়ে হাতিরঝিল থানায় জিডি করা হয়েছে। এ ছাড়া জনশক্তি রপ্তানি ব্যুরোতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের পর জনশক্তি রপ্তানি ব্যুরো সব বিষয় পর্যালোচনা করে ফ্ল্যাট ছাড়ার নোটিশ দেয়। জনশক্তি রপ্তানি ব্যুরোর পরিসংখ্যান কর্মকর্তা দোলন চন্দ্র বৈষ্ণব স্বাক্ষরিত চিঠিতে এক মাসের সময় দিয়ে রাজিয়া সুলতানাকে ফ্ল্যাট ছাড়ার নোটিশ প্রদান করার এক মাস পার হলেও ফ্ল্যাট ছাড়ছেন না রাজিয়া সুলতানা। তিনি জনশক্তি রপ্তানির নামে প্রতারণা ব্যবসায় জড়িয়ে পড়েছেন। তাঁর এসব অপকর্মে অন্য জনশক্তি রপ্তানিকারকেরা বিপাকে পড়ছেন। এই নারীর কারণে অন্য ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

নাজনীন হাসান জানান, শুধু মালিবাগ নয়, রাজধানীর বিভিন্ন প্রান্তে এভাবে অফিস ভাড়া নিয়ে ওই নারী মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। জনশক্তি রপ্তানিকারকেরা ওই নারীর রিক্রুটিং লাইসেন্স বাতিল করে অন্য ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত