প্রতিনিধি
শিবচর (মাদারীপুর): শিমুলিয়া ঘাটের স্পিডবোট চালকদের মধ্যে ৫৫ জনের ডোপ টেস্ট করা হয়। রিপোর্টের ফলাফলে দুজনের পজিটিভ পাওয়ার পর তাঁদের তাৎক্ষণিকভাবে কাজ থেকে অব্যাহতি দিয়েছে স্পিডবোট মালিক পক্ষ। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী চালকদের এই টেস্ট করানো হয়। রাতেই রিপোর্ট দেওয়া হয়।
শিবচর উপজেলা প্রশাসন সূত্র জানা যায়, গত ৩ মে ভোরে শিমুলিয়া থেকে ছেড়ে আসা একটি স্পিডবোটের সঙ্গে ঘাটের কাছাকাছি থেমে থাকা বাল্কহেডের সংঘর্ষ হয়। এতে ২৬ জনের প্রাণহানি ঘটে। এ ঘটনার পর স্থানীয় সরকার বিভাগীয় উপপরিচালক আজহারুল ইসলামকে প্রধান করে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। তদন্ত কমিটির প্রতিবেদনের সুপারিশের আলোকে গতকাল দুপুরে ঘাটের চালকদের ডোপ টেস্ট করা হয়। মধ্যে প্রথম দফায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৫ জনের টেস্ট করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্পিডবোট ডুবিতে ২৬ জন নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে। পরিদর্শন শেষে ঘাটে সিন্ডিকেট ও অব্যবস্থাপনা, লাইফ জ্যাকেট ছাড়া অতিরিক্ত যাত্রী বহন করে পদ্মা পারাপারসহ ২৩টি সুপারিশ করে তদন্ত কমিটি। এসব সুপারিশের মধ্যে চালকদের ডোপ টেস্টের বিষয়টি গুরুত্ব পায়। এ ছাড়া দুর্ঘটনার শিকার স্পিডবোটটির চালকের ডোপ টেস্টেও পজিটিভ রিপোর্ট আসে। চালক মাদকাসক্ত হওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটে বলে ধারণা করা হয়।
এ ব্যাপারে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, নৌরুটে দুর্ঘটনা এড়াতে স্পিডবোট চালকদের মধ্যে মাদকাসক্ত শনাক্তদের করতে ডোপ টেস্টের আওতায় আনা হয়েছে। যাদের রিপোর্ট পজিটিভ আসবে তারা এখানে চাকরি করতে পারবেন না।
ইউএনও আরও বলেন, ধারাবাহিকভাবে সব চালককে ডোপ টেস্টের আওতায় আনা হবে। প্রতি তিন মাস পরপর চালকদের ডোপ টেস্ট করা হবে।
শিবচর (মাদারীপুর): শিমুলিয়া ঘাটের স্পিডবোট চালকদের মধ্যে ৫৫ জনের ডোপ টেস্ট করা হয়। রিপোর্টের ফলাফলে দুজনের পজিটিভ পাওয়ার পর তাঁদের তাৎক্ষণিকভাবে কাজ থেকে অব্যাহতি দিয়েছে স্পিডবোট মালিক পক্ষ। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী চালকদের এই টেস্ট করানো হয়। রাতেই রিপোর্ট দেওয়া হয়।
শিবচর উপজেলা প্রশাসন সূত্র জানা যায়, গত ৩ মে ভোরে শিমুলিয়া থেকে ছেড়ে আসা একটি স্পিডবোটের সঙ্গে ঘাটের কাছাকাছি থেমে থাকা বাল্কহেডের সংঘর্ষ হয়। এতে ২৬ জনের প্রাণহানি ঘটে। এ ঘটনার পর স্থানীয় সরকার বিভাগীয় উপপরিচালক আজহারুল ইসলামকে প্রধান করে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। তদন্ত কমিটির প্রতিবেদনের সুপারিশের আলোকে গতকাল দুপুরে ঘাটের চালকদের ডোপ টেস্ট করা হয়। মধ্যে প্রথম দফায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৫ জনের টেস্ট করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্পিডবোট ডুবিতে ২৬ জন নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে। পরিদর্শন শেষে ঘাটে সিন্ডিকেট ও অব্যবস্থাপনা, লাইফ জ্যাকেট ছাড়া অতিরিক্ত যাত্রী বহন করে পদ্মা পারাপারসহ ২৩টি সুপারিশ করে তদন্ত কমিটি। এসব সুপারিশের মধ্যে চালকদের ডোপ টেস্টের বিষয়টি গুরুত্ব পায়। এ ছাড়া দুর্ঘটনার শিকার স্পিডবোটটির চালকের ডোপ টেস্টেও পজিটিভ রিপোর্ট আসে। চালক মাদকাসক্ত হওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটে বলে ধারণা করা হয়।
এ ব্যাপারে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, নৌরুটে দুর্ঘটনা এড়াতে স্পিডবোট চালকদের মধ্যে মাদকাসক্ত শনাক্তদের করতে ডোপ টেস্টের আওতায় আনা হয়েছে। যাদের রিপোর্ট পজিটিভ আসবে তারা এখানে চাকরি করতে পারবেন না।
ইউএনও আরও বলেন, ধারাবাহিকভাবে সব চালককে ডোপ টেস্টের আওতায় আনা হবে। প্রতি তিন মাস পরপর চালকদের ডোপ টেস্ট করা হবে।
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
২ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪