Ajker Patrika

গাজীপুরে ডাকাতিকালে কলেজছাত্র খুনের ঘটনায় গ্রেপ্তার ৫ 

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে ডাকাতিকালে কলেজছাত্র খুনের ঘটনায় গ্রেপ্তার ৫ 

গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকায় মেহজাবিন আক্তারের বাসায় ডাকাতিকালে এক কলেজছাত্র খুনের ঘটনার পাঁচজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় গাজীপুর মহানগর পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপপুলিশ কমিশনার ইব্রাহিম খান। 

গ্রেপ্তারকৃতরা হলেন—ময়মনসিংহের ত্রিশাল উপজেলার পোড়াবাড়ী গ্রামের আব্দুল ছালামের ছেলে আবু তাহের (২৯), মহানগরের দক্ষিণ সালনা মোল্লাপাড়া এলাকার মৃত সামরুদ্দিনের ছেলে মফিজউদ্দিন ওরফে মফু (৩৭), উত্তর সালনা পালোয়ান পাড়া এলাকার নুরুল ইসলাম পালোয়ানের ছেলে খোকন মিয়া, দক্ষিণ সালনা মিয়াপাড়া এলাকার হাবিবুল্লাহর ছেলে আজিজুল হাকিম (২৮) এবং দক্ষিণ সালনা মোল্লাপাড়া মৃত আব্দুল হাকিমের ছেলে আব্দুল মালেক (৩২)। 

উপপুলিশ কমিশনার ইব্রাহিম খান জানান, গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে ডাকাতির নগদ ১০ হাজার টাকা ও ডাকাতি কাজে ব্যবহৃত গ্রিল কাটার যন্ত্র উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে আবু তাহের বৃহস্পতিবার গাজীপুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। অন্যান্যদের শুক্রবার গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। 

ইব্রাহিম খান জানান, গত ১২ মার্চ (রোববার) দিবাগত রাত ১২টায় মহানগরীর সদর থানাধীন দক্ষিণ সালনা উত্তর মোল্লাপাড়া এলাকার মেহজাবিন আক্তারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ৬ / ৭ জনের একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে গৃহকর্ত্রীর জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে গৃহকর্ত্রী ও তাঁর ছেলে মাহিউস সুনান চৌধুরীকে (১৯) অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় চিৎকার দিলে ডাকাতেরা গলায় চাঁদর টুকরা পেঁচিয়ে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে তারা গৃহকর্ত্রীর শয়ন কক্ষে প্রবেশ করে নগদ ২৫ হাজার টাকাসহ ৬ লাখ ৭৫ হাজার টাকার স্বর্ণালংকার লুটে নেয়। ডাকাতেরা চলে যাওয়ার পর বাড়ির অন্যান্য সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, গত মঙ্গলবার (২২ মার্চ) রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে প্রথমে আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি বৃহস্পতিবার (২৩ মার্চ) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং তাঁর সহযোগীদের নাম প্রকাশ করেন। তাঁর দেওয়া তথ্যমতে ঘটনায় জড়িত অপর চার আসামিকে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে গতকাল শুক্রবার গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির দুইটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত