উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর দক্ষিণখানে কানাডা প্রবাসী আফরোজা বেগমকে (৪০) হত্যা করে বাড়ির আঙিনায় লাশ গুমের চেষ্টার ঘটনায় স্বামীর বাবা-ভাইসহ তিনজনকে এক দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোসাম্মৎ রেজিয়া খাতুন আজ শুক্রবার বিকেলে আজকের পত্রিকাকে বলেন, কানাডা প্রবাসী আফরোজা বেগমকে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া কানাডায় পলাতক স্বামীর বাবা শামছুদ্দিন আহম্মেদ (৭৯), ভাই সজিব আলম (৪৪), ভাইয়ের স্ত্রী তাহমিনা বাসার (৪২) ও খালা পান্না চৌধুরীকে (৫২) শুক্রবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়। আদালতে পুলিশের পক্ষ থেকে দশ দিনের রিমান্ডের আবেদন করা হয়। পরে বিচারক শাকিল আহমেদ শুনানি শেষে বাবা শামছুদ্দিন আহম্মেদ, ভাই সজিব আলম ও ভাইয়ের স্ত্রী তাহমিনা বাশারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রিমান্ড মঞ্জুর করেন। স্বামীর খালা পান্না চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
এর আগে দক্ষিণপাড়ার শামছুদ্দিন সরকারের বাসার আঙিনা খুঁড়ে গত বুধবার রাত ১১টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের পর পরই স্বামী আশরাফুল আলমের বাবা শামছুদ্দিন আহম্মেদ, ভাই সজিব আলম, ভাইয়ের স্ত্রী তাহমিনা বাসার ও খালা পান্না চৌধুরীকে আটক করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার নিহত নারীর ভাইয়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
নিহত নারী হলেন, নীলফামারী জেলার ডোমার উপজেলার নীজভোগডাবুড়ি গ্রামের মো. আতাউল্লাহ মণ্ডলের মেয়ে। আশরাফুল ছিলেন তাঁর দ্বিতীয় স্বামী। আফরোজা বেগমের প্রথম সংসারে এক ছেলে অন্তু (২৩) ও এক মেয়ে অন্নেছা (১৬) রয়েছে। নিহত নারী ও তাঁর স্বামী ও নিহতের দুই সন্তান কানাডার নাগরিকত্ব পেয়েছেন।
নিহতের স্বজনেরা জানান, গত শুক্রবার নিহতের বাবা তাঁর মেয়েকে দেখতে আসেন। ওই দিন থেকেই আফরোজা বেগম নিখোঁজ হন। এরপর থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু হয়। কিন্তু তাঁর সন্ধান পাওয়া যায়নি। এদিকে গত রোববার বিকেলে নিহতের মেয়ে অন্নেছাকে নিয়ে তাঁর স্বামী কানাডায় চলে যান। পরে সোমবার এ ঘটনায় দক্ষিণখান থানায় একটি জিডি করেন আফরোজার ছোট ভাই আরিফুল ইসলাম। জিডির দুই দিন পর স্বামীর বাড়ির আঙিনা থেকে আফরোজার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের বাবা মো. আতাউল্লাহ মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘এক বছর আগে ইসলামি শরিয়া মোতাবেক আমার মেয়ের সঙ্গে আশরাফুল আলমের কানাডায় বিয়ে হয়। গত তিন মাস আগে তাঁরা নাতনি অন্নেছাকে নিয়ে বাংলাদেশে আসেন। পরে তাঁদের কাবিন নামা করা হয়। বাংলাদেশে এসে মেয়ে আশরাফুলের সঙ্গে দক্ষিণখানের নদ্দাপাড়ার জামাইয়ের বাসায় থাকত। সব সময়ই জামাই আফরোজার সঙ্গে থাকত। যার কারণে আমার মেয়ে আমাদের সঙ্গে ঠিকমতো সুখ দুঃখের কথাও বলতে পারত না। গত শুক্রবার মেয়ের সঙ্গে কথা হয়েছিল। তখন সে জানায় কয়েক দিন পর তাঁরা সবাই কানাডা চলে যাবেন।’
রাজধানীর দক্ষিণখানে কানাডা প্রবাসী আফরোজা বেগমকে (৪০) হত্যা করে বাড়ির আঙিনায় লাশ গুমের চেষ্টার ঘটনায় স্বামীর বাবা-ভাইসহ তিনজনকে এক দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোসাম্মৎ রেজিয়া খাতুন আজ শুক্রবার বিকেলে আজকের পত্রিকাকে বলেন, কানাডা প্রবাসী আফরোজা বেগমকে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া কানাডায় পলাতক স্বামীর বাবা শামছুদ্দিন আহম্মেদ (৭৯), ভাই সজিব আলম (৪৪), ভাইয়ের স্ত্রী তাহমিনা বাসার (৪২) ও খালা পান্না চৌধুরীকে (৫২) শুক্রবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়। আদালতে পুলিশের পক্ষ থেকে দশ দিনের রিমান্ডের আবেদন করা হয়। পরে বিচারক শাকিল আহমেদ শুনানি শেষে বাবা শামছুদ্দিন আহম্মেদ, ভাই সজিব আলম ও ভাইয়ের স্ত্রী তাহমিনা বাশারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রিমান্ড মঞ্জুর করেন। স্বামীর খালা পান্না চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
এর আগে দক্ষিণপাড়ার শামছুদ্দিন সরকারের বাসার আঙিনা খুঁড়ে গত বুধবার রাত ১১টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের পর পরই স্বামী আশরাফুল আলমের বাবা শামছুদ্দিন আহম্মেদ, ভাই সজিব আলম, ভাইয়ের স্ত্রী তাহমিনা বাসার ও খালা পান্না চৌধুরীকে আটক করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার নিহত নারীর ভাইয়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
নিহত নারী হলেন, নীলফামারী জেলার ডোমার উপজেলার নীজভোগডাবুড়ি গ্রামের মো. আতাউল্লাহ মণ্ডলের মেয়ে। আশরাফুল ছিলেন তাঁর দ্বিতীয় স্বামী। আফরোজা বেগমের প্রথম সংসারে এক ছেলে অন্তু (২৩) ও এক মেয়ে অন্নেছা (১৬) রয়েছে। নিহত নারী ও তাঁর স্বামী ও নিহতের দুই সন্তান কানাডার নাগরিকত্ব পেয়েছেন।
নিহতের স্বজনেরা জানান, গত শুক্রবার নিহতের বাবা তাঁর মেয়েকে দেখতে আসেন। ওই দিন থেকেই আফরোজা বেগম নিখোঁজ হন। এরপর থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু হয়। কিন্তু তাঁর সন্ধান পাওয়া যায়নি। এদিকে গত রোববার বিকেলে নিহতের মেয়ে অন্নেছাকে নিয়ে তাঁর স্বামী কানাডায় চলে যান। পরে সোমবার এ ঘটনায় দক্ষিণখান থানায় একটি জিডি করেন আফরোজার ছোট ভাই আরিফুল ইসলাম। জিডির দুই দিন পর স্বামীর বাড়ির আঙিনা থেকে আফরোজার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের বাবা মো. আতাউল্লাহ মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘এক বছর আগে ইসলামি শরিয়া মোতাবেক আমার মেয়ের সঙ্গে আশরাফুল আলমের কানাডায় বিয়ে হয়। গত তিন মাস আগে তাঁরা নাতনি অন্নেছাকে নিয়ে বাংলাদেশে আসেন। পরে তাঁদের কাবিন নামা করা হয়। বাংলাদেশে এসে মেয়ে আশরাফুলের সঙ্গে দক্ষিণখানের নদ্দাপাড়ার জামাইয়ের বাসায় থাকত। সব সময়ই জামাই আফরোজার সঙ্গে থাকত। যার কারণে আমার মেয়ে আমাদের সঙ্গে ঠিকমতো সুখ দুঃখের কথাও বলতে পারত না। গত শুক্রবার মেয়ের সঙ্গে কথা হয়েছিল। তখন সে জানায় কয়েক দিন পর তাঁরা সবাই কানাডা চলে যাবেন।’
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭২ জন ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৯৩ জন। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
২ দিন আগেরাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৮ এপ্রিল ২০২৫রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫