Ajker Patrika

পরীমণিকে ধর্ষণ চেষ্টা মামলায় নাসির ও অমির জামিন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৯ জুন ২০২১, ১৭: ০৯
পরীমণিকে ধর্ষণ চেষ্টা মামলায় নাসির ও অমির জামিন

ঢাকা: পরীমণিকে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার মামলায় জামিন পেলেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তাঁর বন্ধু তুহিন সিদ্দিকী অমি। আজ মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাদী তাহমিদা তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে পরীমণির মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে দুজনকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার পুলিশ পরিদর্শক কামাল হোসেন। রিমান্ডের আবেদন না থাকায় তদন্ত কর্মকর্তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের কারাগারে আটক রাখার আবেদন জানান। অন্যদিকে তাঁদের পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন।

শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। এর আগে গত ২৩ জুন দুজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।

গত ১৪ জুন ধর্ষণ চেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন ও অমির বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন অভিনেত্রী পরীমণি। ওই দিন এই দুজনকে তিন নারীসহ উত্তরা ১ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সেখান থেকে উদ্ধার করা মাদক মামলায় প্রথমে তাদের সাত দিনের রিমান্ডে নেওয়া হয়। এরপর নারী শিশু আইনে দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

গত ৮ জুন গভীর রাতে মিরপুরের বেড়িবাঁধে ঢাকা বোট ক্লাবে গেলে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন পরীমণি। প্রথমে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এবং সংবাদ সম্মেলন ডেকে ঘটনার বর্ণনা দেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত