Ajker Patrika

বন্দরে ডিবি পরিচয়ে অপহরণের চেষ্টা, আটক ২ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৬ মার্চ ২০২২, ১৭: ২৬
বন্দরে ডিবি পরিচয়ে অপহরণের চেষ্টা, আটক ২ 

নারায়ণগঞ্জের বন্দরে ডিবি পুলিশ পরিচয়ে ৬ লাখ টাকা চাঁদা দাবি ও অপহরণচেষ্টার অভিযোগে দুই ভুয়া ডিবিকে আটক করেছে পুলিশ। এক ব্যক্তিকে অপহরণ করে তুলে নিয়ে যাওয়ার সময় সংঘবদ্ধ চক্রের দুজনকে আটক করা হয়। 

আজ রোববার দুপুরে বন্দরের কেওঢালা এলাকা থেকে তাঁদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা। এ সময় ভুয়া ডিবি সদস্যদের কাছ থেকে একটি মাইক্রোবাস, ভুয়া জাতীয় পরিচয়পত্র ও পুলিশের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। 

আটককৃতরা হলেন রূপগঞ্জের গাউসিয়ার গোলাকান্দাইল এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে আকাশ আজমেদ ও বন্দরের দেওয়ানবাগ কলাবাড়ি এলাকার কামরুজ্জামান ভূইয়ার ছেলে নাফিস আলী ভূইয়া। এদের মধ্যে আকাশের বিরুদ্ধে এর আগেও ভুয়া ডিবি পরিচয়ে অপরাধ ও মাদক আইনে মামলা রয়েছে। 

ওসি বলেন, রোববার কেওঢালা এলাকায় একটি ইটখোলায় ডিবি পুলিশ পরিচয়ে ৬ লাখ টাকা চাঁদা দাবি করে এক ব্যক্তির কাছে। তিনি দিতে অপারগতা প্রকাশ করায় তাঁকে গাড়িতে উঠিয়ে নেওয়ার চেষ্টা করেন তাঁরা। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁদের আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তাঁদের যাচাই করে নিশ্চিত হয় তারা ভুয়া ডিবি পুলিশ।

ওসি আরও বলেন, আটককৃতদের মধ্যে একজন আগেও একই অপরাধে জড়িত ছিলেন। আরেকজন এই মাইক্রোবাসের চালক বলে জানতে পেরেছি। তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত