Ajker Patrika

মামলার দেড় যুগ পর দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মামলার দেড় যুগ পর দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

প্রতারণা ও জালিয়াতি মামলা সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ইব্রাহিম খলিলকে (৪০) রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। গতকাল রোববার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়। মো. ইব্রাহিম খলিলের বাড়ি কুমিল্লার দেবীদ্বার থানার ফতেহাবাদ গ্রামে।

র‌্যাব-৩–এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, গ্রেপ্তার ইব্রাহিমের বিরুদ্ধে কুমিল্লা জেলার দেবীদ্বার থানায় ২০০৫ সালের একটি সার্টিফিকেট জালিয়াতি ও প্রতারণার মামলা রয়েছে। পরবর্তীতে এই মামলায় আদালত ২০১০ সালে তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দণ্ডিত করেন।  মামলার রায় ঘোষণার পর থেকেই তিনি দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিলেন। গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয় র‍্যাবের পক্ষ থেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত