Ajker Patrika

জঙ্গি সংগঠনের চিঠি: বইমেলায় দুই মন্ত্রীর অনুষ্ঠান বাতিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ২০: ৩০
জঙ্গি সংগঠনের চিঠি: বইমেলায় দুই মন্ত্রীর অনুষ্ঠান বাতিল

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম চিঠি দিয়ে বইমেলায় বোমা হামলার হুমকির পর নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন। বিষয়টিকে গুরুত্ব দিয়ে মেলা প্রাঙ্গণ ও আশপাশে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। আজ সকাল থেকেই হুমকির কারণে সকালবেলা মেলায় থমথমে পরিস্থিতি ছিল। বইমেলায় নিজেদের পূর্ব নির্ধারিত দুটি অনুষ্ঠান বাতিল করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন। 

আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এই চিঠি দেওয়া হয়েছে—আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনটা বললেও শতভাগ সতর্কতা অবলম্বন করা হচ্ছে বইমেলাকে কেন্দ্র করে। 

জানা গেছে, হুমকির ব্যাপারটি আমলে নিয়ে বইমেলাকেন্দ্রিক পূর্ব নির্ধারিত দুটি কর্মসূচি বাতিল করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন। আজ শুক্রবার বইমেলায় পৃথক দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল তাঁদের। কিন্তু অনিবার্য কারণ দেখিয়ে শেষ মুহূর্তে তাঁরা অনুষ্ঠান বাতিল করেছেন। 

খুদে বার্তার মাধ্যমে দুই মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তারা আজ শুক্রবার অনুষ্ঠান বাতিলের বিষয়টি গণমাধ্যমে জানান। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ জানান, অনিবার্য কারণে সেতুমন্ত্রীর আজকের বইমেলায় গ্রন্থের মোড়ক উন্মোচন কর্মসূচিটি স্থগিত করা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত। 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা দীপংকর বর খুদে বার্তায় জানান, অনিবার্য কারণে মন্ত্রী মো. শাহাব উদ্দিনের শুক্রবার বিকেল ৫টায় একুশে বইমেলায় গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। 

এদিকে আজ শুক্রবার হওয়ায় সকাল থেকেই শুরু হয় বইমেলা। নিরাপত্তা নিশ্চিত করতে মেলার বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান দুই অংশেই ডগ স্কোয়াড দিয়ে চিরুনি তল্লাশি চালিয়েছে মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। প্রত্যেকটি প্রবেশ দরজায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দর্শনার্থীদের ব্যাগ ও শরীর তল্লাশি করে ভেতরে ঢুকতে দিয়েছে। হুমকির কারণে সকালবেলা মেলায় থমথমে পরিস্থিতি দেখা গেছে। শুক্রবারের বিশেষ আয়োজন শিশুপ্রহরে অংশগ্রহণকারী অভিভাবক ও শিশুদের সংখ্যাও তেমন দেখা যায়নি। তবে বেলা বাড়ার সঙ্গে মেলা ফিরে পেয়েছিল স্বাভাবিক রূপ। 

মেলায় পুলিশ, র‍্যাব ও জঙ্গি দমনে বিশেষায়িত ইউনিট সিটিটিসিসহ তৎপর ছিল সাদা পোশাকের গোয়েন্দারা। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, মেলায় সব সময় নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার দেওয়া হয়। সকালে আমাদের সিটিটিসির সদস্যরা এখানে কাজ করেছেন। তাঁরা প্রতিদিনই এখানে নজরদারি করেন ও করবেন। 

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের নামে বাংলা একাডেমির মহাপরিচালকের কাছে একটি চিঠি আসে গত বৃহস্পতিবার। ওই চিঠিতে বলা হয়, ‘রাজধানীর দুটি আবাসিক হোটেলে অবৈধ কার্যকলাপ চলে, যা বন্ধ না করলে বইমেলায় বোমা হামলা চালানো হবে।’ চিঠিটি জঙ্গি সংগঠন দিয়েছে নাকি অন্য কেউ হোটেল দুটির নাম ব্যবহার করে শত্রুতা করে দিয়েছে তা পুলিশ নিশ্চিত করতে পারেনি আজ শুক্রবার পর্যন্ত। 

নিরাপত্তার বিষয়ে সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান জানান, হুমকির চিঠি পাওয়ার পর বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। পুলিশ সদস্যরা সাদা পোশাকে ও ইউনিফর্মে মেলা এলাকায় দায়িত্ব পালন করছেন। 

চিঠি দিয়ে বইমেলায় বোমা হামলার বিষয়টিকে আতঙ্ক ছড়ানোর কূটকৌশল হিসেবেও দেখছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব। তবে হুমকিকে গুরুত্ব দিচ্ছে এই সংস্থা। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন আজকের পত্রিকাকে বলেন, ‘শুরু থেকেই বইমেলাকেন্দ্রিক নিরাপত্তা জোরদার ছিল। এই হুমকির পরে আমাদের সদস্যদের সতর্ক থাকতে বলা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত