Ajker Patrika

অর্থ আত্মসাতের মামলায় আইআইইউসির সাবেক কর্মকর্তা কারাগারে

প্রতিনিধি
অর্থ আত্মসাতের মামলায় আইআইইউসির সাবেক কর্মকর্তা কারাগারে

সীতাকুণ্ড (চট্টগ্রাম): অর্থ আত্মসাতের মামলায় চট্টগ্রামের সীতাকুণ্ড অবস্থিত আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) সাবেক ভারপ্রাপ্ত সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) তৌফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল রোববার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মো. ইয়াছিন আবু হাসানের দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকা থেকে তৌফিকুর রহমানকে গ্রেপ্তার করেন সীতাকুণ্ড থানা-পুলিশ। তিনি তৌফিকুর সাতকানিয়া উপজেলার বোয়ালিয়াপাড়া এলাকার বাসিন্দা।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মো. ইয়াছিন আবু হাসান বলেন, তৌফিকুর রহমান ২০০৯ সাল থেকে বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) পদে কর্মরত ছিলেন। চলতি বছরের ৬ মার্চ বিশ্ববিদ্যালয়টিতে নতুন ট্রাস্টি বোর্ড দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে তৌফিকুর রহমান বিশ্ববিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেন। তাঁর সঙ্গে কর্তৃপক্ষ যোগাযোগ করলে তিনি চাকরি করবেন না বলে জানিয়ে দেন। এ সময় হিসাবে ৩৪ লাখ ৫২ হাজার ৬৫৫ টাকার গরমিল পাওয়ায় তার বিরুদ্ধে আমি বাদী হয়ে সীতাকুণ্ড থানায় অর্থ আত্মসাৎ এর মামলা দায়ের করেছি।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, চাকরিকালে তৌফিকুর রহমান হিসাব শাখার ক্যাশিয়ার মো. শহিদুর রহমানের কাছ থেকে ৩৪ লাখ ৫২ হাজার ৬৫৫ টাকা তুলে নেন। এ টাকা জমা না দিয়ে তিনি কর্মস্থলে না আসায় তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করে কর্তৃপক্ষ। গতকাল রাতে আমরা তাঁকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছি। পরে আজ সকালে তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত