আমিরের ‘সিতারে জমিন পার’ আসবে ডিসেম্বরে
‘তারে জমিন পার’ মুক্তির ১৭ বছর পেরিয়ে গেছে। আমির খান পরিচালিত এ সিনেমায় দেখানো হয়েছিল ইশান নামের এক শিশুর গল্প। সে অমনোযোগী, বারবার পরীক্ষায় ফেল করে, মা-বাবার কথা শোনায় আগ্রহ নেই, সমবয়সীদের সঙ্গে মিশতে পারে না। ফলে মা-বাবার শাসন, স্কুলে শিক্ষকদের উপহাস জোটে। এই শিশুর ভাগ্য আমূল বদলে যায় আর্ট শিক্ষক