বিনোদন ডেস্ক
পরেশ রাওয়ালই প্রথম জানিয়েছিলেন ‘হেরা ফেরি থ্রি’র পরিকল্পনার কথা। ২০২২ সালে তাঁর ঘোষণা শুনে আশায় বুক বেঁধেছিল দর্শক। কারণ, বলিউডের কমেডি সিনেমার প্রসঙ্গ এলেই প্রথম দিকে থাকে হেরা ফেরির নাম। ২০০০ সালে মুক্তি পায় এ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা। ২০০৬ সালে আসে সিকুয়েল ‘ফির হেরা ফেরি’। এটিও সাফল্য পায়। তার পর থেকে পরের পর্বের অপেক্ষায় ছিল দর্শক। প্রায় দুই দশক পর তৈরি হচ্ছে হেরা ফেরি থ্রি। এ বছর মহরতও হয়েছে। সেখানে এসেছিলেন হেরা ফেরির তিন কান্ডারি— পরেশ রাওয়াল, অক্ষয় কুমার ও সুনীল শেঠি। এ বছরের শেষ দিকে হেরা ফেরি থ্রির শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু হঠাই ছন্দপতন।
বলিউড হাঙ্গামা গতকাল জানিয়েছে, হেরা ফেরি থ্রি থেকে সরে দাঁড়িয়েছেন এর অন্যতম অভিনেতা পরেশ রাওয়াল। সিনেমার গল্প ও চরিত্র নিয়ে নির্মাতা ও তাঁর মধ্যে মতানৈক্য হয়েছে। তাই হেরা ফেরি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ বিষয়ে বলিউড হাঙ্গামা যোগাযোগ করেছিল অভিনেতার সঙ্গে। পরেশ রাওয়াল নিশ্চিত করেছেন, ‘খবরটি সত্য।’
হেরা ফেরির গল্পের বাড়িওয়ালা বাবুরাও গণপতরাও আপ্তে বা বাবু ভাইয়ার চরিত্রে অভিনয় করেছেন পরেশ রাওয়াল। তার দুই ভাড়াটিয়া রাজু ও শ্যামের চরিত্রে অক্ষয় কুমার ও সুনীল শেঠি। তিনজনেরই টাকার খুব দরকার। টাকার সন্ধানে একের পর এক কাণ্ড ঘটাতে থাকে তারা। দমফাটানো হাসির এ গল্পের প্রাণ বলা যায় বাবু ভাইয়া চরিত্রটিকে। এ চরিত্রের নানা সংলাপ ও অভিব্যক্তি নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই মিম পোস্ট হতে দেখা যায়। ফলে হেরা ফেরির তৃতীয় পর্ব তৈরি হচ্ছে, অথচ তাতে পরেশ রাওয়াল থাকছেন না; এ খবর শুনে মন ভেঙে গেছে কোটি দর্শকের।
তবে নির্মাতারা এখনই আশা ছাড়ছেন না। তাঁরা আশা করছেন, সব মতানৈক্য দূর করে আবার হেরা ফেরির সেটে ফিরবেন পরেশ রাওয়াল। হেরা ফেরির তৃতীয় পর্বটি নিয়ে শুরু থেকেই যে কাণ্ড চলছে, তাতে এ আশা অমূলক নয়। কখনো এ সিনেমার পরিচালক বদলেছে, কখনো অভিনেতা। ২০২২ সালে অক্ষয় কুমারও অস্বীকৃতি জানিয়েছিলেন তৃতীয় পর্বে অভিনয় করতে। তিনিও ফিরেছেন। হেরা ফেরির প্রথম পর্বটি পরিচালনা করেছিলেন প্রিয়দর্শন। দ্বিতীয় পর্বে তিনি ছিলেন না। ১৯ বছর পর ৬৮ বছর বয়সে তৃতীয় পর্ব পরিচালনার জন্য হেরা ফেরির ঘরে ফিরেছেন প্রিয়দর্শন।
পরেশ রাওয়ালই প্রথম জানিয়েছিলেন ‘হেরা ফেরি থ্রি’র পরিকল্পনার কথা। ২০২২ সালে তাঁর ঘোষণা শুনে আশায় বুক বেঁধেছিল দর্শক। কারণ, বলিউডের কমেডি সিনেমার প্রসঙ্গ এলেই প্রথম দিকে থাকে হেরা ফেরির নাম। ২০০০ সালে মুক্তি পায় এ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা। ২০০৬ সালে আসে সিকুয়েল ‘ফির হেরা ফেরি’। এটিও সাফল্য পায়। তার পর থেকে পরের পর্বের অপেক্ষায় ছিল দর্শক। প্রায় দুই দশক পর তৈরি হচ্ছে হেরা ফেরি থ্রি। এ বছর মহরতও হয়েছে। সেখানে এসেছিলেন হেরা ফেরির তিন কান্ডারি— পরেশ রাওয়াল, অক্ষয় কুমার ও সুনীল শেঠি। এ বছরের শেষ দিকে হেরা ফেরি থ্রির শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু হঠাই ছন্দপতন।
বলিউড হাঙ্গামা গতকাল জানিয়েছে, হেরা ফেরি থ্রি থেকে সরে দাঁড়িয়েছেন এর অন্যতম অভিনেতা পরেশ রাওয়াল। সিনেমার গল্প ও চরিত্র নিয়ে নির্মাতা ও তাঁর মধ্যে মতানৈক্য হয়েছে। তাই হেরা ফেরি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ বিষয়ে বলিউড হাঙ্গামা যোগাযোগ করেছিল অভিনেতার সঙ্গে। পরেশ রাওয়াল নিশ্চিত করেছেন, ‘খবরটি সত্য।’
হেরা ফেরির গল্পের বাড়িওয়ালা বাবুরাও গণপতরাও আপ্তে বা বাবু ভাইয়ার চরিত্রে অভিনয় করেছেন পরেশ রাওয়াল। তার দুই ভাড়াটিয়া রাজু ও শ্যামের চরিত্রে অক্ষয় কুমার ও সুনীল শেঠি। তিনজনেরই টাকার খুব দরকার। টাকার সন্ধানে একের পর এক কাণ্ড ঘটাতে থাকে তারা। দমফাটানো হাসির এ গল্পের প্রাণ বলা যায় বাবু ভাইয়া চরিত্রটিকে। এ চরিত্রের নানা সংলাপ ও অভিব্যক্তি নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই মিম পোস্ট হতে দেখা যায়। ফলে হেরা ফেরির তৃতীয় পর্ব তৈরি হচ্ছে, অথচ তাতে পরেশ রাওয়াল থাকছেন না; এ খবর শুনে মন ভেঙে গেছে কোটি দর্শকের।
তবে নির্মাতারা এখনই আশা ছাড়ছেন না। তাঁরা আশা করছেন, সব মতানৈক্য দূর করে আবার হেরা ফেরির সেটে ফিরবেন পরেশ রাওয়াল। হেরা ফেরির তৃতীয় পর্বটি নিয়ে শুরু থেকেই যে কাণ্ড চলছে, তাতে এ আশা অমূলক নয়। কখনো এ সিনেমার পরিচালক বদলেছে, কখনো অভিনেতা। ২০২২ সালে অক্ষয় কুমারও অস্বীকৃতি জানিয়েছিলেন তৃতীয় পর্বে অভিনয় করতে। তিনিও ফিরেছেন। হেরা ফেরির প্রথম পর্বটি পরিচালনা করেছিলেন প্রিয়দর্শন। দ্বিতীয় পর্বে তিনি ছিলেন না। ১৯ বছর পর ৬৮ বছর বয়সে তৃতীয় পর্ব পরিচালনার জন্য হেরা ফেরির ঘরে ফিরেছেন প্রিয়দর্শন।
লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে উঠে এসেছেন অনেক তারকা। জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, বিদ্যা সিনহা মিম, মেহজাবীন চৌধুরীদের শুরু এই রিয়েলিটি শো থেকে। সাত বছর পর আবারও শুরু হচ্ছে লাক্স সুপারস্টার। ইতিমধ্যে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া।
৫ ঘণ্টা আগেবাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন অনুষ্ঠানে স্থগিতাদেশ দিয়েছিলেন আদালত। সেই নিষেধাজ্ঞা আমলে না নিয়ে ৯ মে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নতুন মেয়াদের নির্বাচন। তাই ওই নির্বাচনের যাবতীয় কার্যক্রম ও ফলাফল স্থগিতের আদেশ দিয়েছেন আদালত। ১২ মে দ্বিতীয়...
৫ ঘণ্টা আগেসাংগঠনিক শৃঙ্খলা ও শিষ্টাচার ভঙ্গ করায় শামীম হাসান সরকারকে শেষবারের মতো সতর্ক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হলে অভিনেতার অভিনয়শিল্পী সংঘের সদস্যপদ গঠনতান্ত্রিক নিয়মে খারিজ করা হবে।
১৮ ঘণ্টা আগেরাজনীতি থেকে শুরু করে সামাজিক বিষয়, বিভিন্ন ইস্যুতে বিতর্কিত মন্তব্য করার জন্য প্রায়শই আলোচনায় থাকেন কঙ্গনা রনৌত। ২০২৪ সালে তিনি নির্বাচনী রাজ্য হরিয়ানায় বিজেপিকে বিপাকে ফেলেছিলেন। ওই সময় একটি সাক্ষাৎকারে অভিযোগ করেন, ২০২০-২১ সালের কৃষক আন্দোলনের সময় ‘লাশ ঝুলছিল এবং ধর্ষণ হচ্ছিল’ এবং ‘ভারতে বাংলাদে
১ দিন আগে