Ajker Patrika

রণিত রায়ের পছন্দের দুই ব্রিটিশ সিরিজ

বিনোদন ডেস্ক
রণিত রায় ও ‘মবল্যান্ড’ সিরিজের পোস্টার এবং ‘দ্য লাস্ট অব আস’ সিরিজের দৃশ্য। ছবি: সংগৃহীত
রণিত রায় ও ‘মবল্যান্ড’ সিরিজের পোস্টার এবং ‘দ্য লাস্ট অব আস’ সিরিজের দৃশ্য। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা রণিত রায় ইদানীং দেখছেন ব্রিটিশ সিরিজ। সম্প্রতি দেখা শেষ করেছেন ‘মবল্যান্ড’ ও ‘দ্য লাস্ট অব আস’। দুটি সিরিজই দারুণ উপভোগ করেছেন তিনি। সবাইকে সিরিজ দুটি দেখার পরামর্শও দিয়েছেন রণিত।

মবল্যান্ড

রোনান বেনেট পরিচালিত এই ব্রিটিশ ক্রাইম ড্রামা সিরিজের কেন্দ্রে আছে দুটি পরিবার—দ্য হারিগানস ও দ্য স্টিভেনসন। সংঘর্ষে লিপ্ত হয় তারা। নিজেদের সাম্রাজ্য বাঁচাতে, ক্রমবর্ধমান সংঘাত মোকাবিলা করতে হ্যারি দা সুজা নামের একজনকে নিয়োগ দেয় হারিগানস পরিবার। স্টিভেনসন পরিবারের সব রকমের হামলা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মাঠে নামে সে। মবল্যান্ড সিরিজের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন টম হার্ডি, পিয়ার্স ব্রসনান, হেলেন মিরেন প্রমুখ। গত ৩০ মার্চ সিরিজটি মুক্তি পেয়েছে প্যারামাউন্ট প্লাসে। মবল্যান্ড দেখে অভিনেতা রণিত রায়ের মন্তব্য, ‘গল্প বলার ধরন ও চরিত্র নির্মাণে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছে প্যারামাউন্ট প্লাসের এ সিরিজ। শুরু থেকে শেষ পর্যন্ত দর্শক আটকে থাকতে বাধ্য। প্রথম সিজন খুব এনজয় করেছি।’

দ্য লাস্ট অব আস

জনপ্রিয় ভিডিও গেমের অনুপ্রেরণায় তৈরি এ সিরিজে উঠে এসেছে ছত্রাকের সংক্রমণে সৃষ্ট একটি মহামারির সময়কার গল্প। যার ফলে জম্বিসদৃশ প্রাণিতে পরিণত হয় সবাই। ২০২৩ সালে এইচবিও ম্যাক্সে এসেছিল প্রথম সিজন, দ্বিতীয়টি মুক্তি পেয়েছে গত এপ্রিলে। ম্যাক্সের পাশাপাশি অ্যাপল টিভি প্লাস ও প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে সিরিজটি। প্রথমটির পাঁচ বছর পরের ঘটনা নিয়ে তৈরি হয়েছে দ্বিতীয় সিজন। গল্পের কেন্দ্রে আছে জোয়েল ও এলি। ওয়াইমিংয়ে ভাই টমির সঙ্গে বসবাস করতে থাকে জোয়েল। এলি এখন ১৯ বছরের তরুণী, জোয়েলের মতোই কঠোর প্রকৃতির হয়ে উঠেছে সে। ডিনার সঙ্গে সম্পর্ক তৈরি হয় তার। সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পেদ্রো পাসকাল, বেলা রামসে, গ্যাব্রিয়েল লুনা প্রমুখ। দ্য লাস্ট অব আস নিয়ে রণিত রায় বলেন, ‘দ্বিতীয় সিজনটি আমি দেখেছি প্রাইম ভিডিওতে। স্টোরিটেলিং ও অভিনয় দুর্দান্ত লেগেছে আমার কাছে। আগাগোড়া বিনোদনমূলক, অসাধারণ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

এবার প্রশাসনিক কাজে বিরত থাকার সিদ্ধান্ত কুয়েট শিক্ষক সমিতির

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

জামায়াতের কেউ ইমাম-মুয়াজ্জিন হতে পারবে না: আটঘরিয়ায় হাবিব

দায়িত্ব পেয়েই ‘অনিয়ম দুর্নীতিতে’ মাসুদ রানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত