তিন খানকে দেখা যাবে এক সিনেমায়
কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে কারিনা কাপুরকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি কোন খানের সঙ্গে অভিনয় করতে বেশি আগ্রহী? শাহরুখ খান, সালমান খান নাকি আমির খান? এ প্রশ্নের দারুণ উত্তর দিয়েছিলেন কারিনা। বলেছিলেন, ‘আমি চাই, এ তিনজনকে নিয়ে কেউ একটি ভালো সিনেমা বানাক।’ কারিনার এমন জবাবে আশায় বুক বেঁধেছিলেন ভক্তরা।