বলিউডে ‘অ্যাকশন কমেডি’ হিরো অক্ষয় কুমার। সমকালীন নায়কদের মধ্যে নিজেকে বিভিন্ন অ্যাকশন দৃশ্যে এখনো মারদাঙ্গা কাজ করেন, স্টান্টেও মাহীর। সম্প্রতি সিনেমার অ্যাকশন দৃশ্যে কাজ করতে চোখে গুরুতর আঘাত পেয়েছেন এই তারকা।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ‘হাউসফুল ৫’ সিনেমার সেটে অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল। সিনেমার শুট একেবারে শেষ পর্যায়ে। চূড়ান্ত পর্যায়ে কাজ চলছে। সেখানেই স্টান্ট করতে গিয়ে আচমকা কিছু একটি অক্ষয়ের চোখে ঢুকে যায়। পরে দ্রুত চোখের ডাক্তার ডেকে আনা হয় সেটে। তিনি অক্ষয়ের চোখে ব্যান্ডেজ বেঁধে দিয়ে আপাতত বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তবে এদিন বাকি তারকারা শুটিং চালিয়ে গেছেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, চোখে গুরুতর আঘাত পেলেও যত দ্রুত সম্ভব শুটিংয়ে ফিরতে চান অক্ষয় কুমার। কারণ আর কয়েক দিনের কাজ বাকি। তাই প্রযোজনা সংস্থার কথা ভেবে দেরি করতে চান না অভিনেতা।
‘হাউসফুল ৫’ সিনেমার স্টার কাস্ট তাক লাগিয়ে দেওয়ার মতো। অক্ষয় ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন—অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ, শ্রেয়স তলপড়ে, চাঙ্কি পাণ্ডে, জ্যাকলিন ফার্নান্দেজ, সঞ্জয় দত্ত, নার্গিক ফাখরি, জ্যাকি শ্রফ, ফারদিন খান, দিনো মরিয়া, জনি লিভার, নানা পাটেকর, চিত্রাঙ্গদা সিংসহ আরও অনেকে।
২০২৫ সালের ৬ জুন প্রেক্ষাগৃহে রিলিজ করার কথা ‘হাউসফুল ৫’ সিনেমার। তবে অক্ষয়ের সুস্থতার ওপর শুটিং শেষ হওয়াটা অনেকটাই নির্ভর করছে।
বলিউডে ‘অ্যাকশন কমেডি’ হিরো অক্ষয় কুমার। সমকালীন নায়কদের মধ্যে নিজেকে বিভিন্ন অ্যাকশন দৃশ্যে এখনো মারদাঙ্গা কাজ করেন, স্টান্টেও মাহীর। সম্প্রতি সিনেমার অ্যাকশন দৃশ্যে কাজ করতে চোখে গুরুতর আঘাত পেয়েছেন এই তারকা।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ‘হাউসফুল ৫’ সিনেমার সেটে অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল। সিনেমার শুট একেবারে শেষ পর্যায়ে। চূড়ান্ত পর্যায়ে কাজ চলছে। সেখানেই স্টান্ট করতে গিয়ে আচমকা কিছু একটি অক্ষয়ের চোখে ঢুকে যায়। পরে দ্রুত চোখের ডাক্তার ডেকে আনা হয় সেটে। তিনি অক্ষয়ের চোখে ব্যান্ডেজ বেঁধে দিয়ে আপাতত বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তবে এদিন বাকি তারকারা শুটিং চালিয়ে গেছেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, চোখে গুরুতর আঘাত পেলেও যত দ্রুত সম্ভব শুটিংয়ে ফিরতে চান অক্ষয় কুমার। কারণ আর কয়েক দিনের কাজ বাকি। তাই প্রযোজনা সংস্থার কথা ভেবে দেরি করতে চান না অভিনেতা।
‘হাউসফুল ৫’ সিনেমার স্টার কাস্ট তাক লাগিয়ে দেওয়ার মতো। অক্ষয় ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন—অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ, শ্রেয়স তলপড়ে, চাঙ্কি পাণ্ডে, জ্যাকলিন ফার্নান্দেজ, সঞ্জয় দত্ত, নার্গিক ফাখরি, জ্যাকি শ্রফ, ফারদিন খান, দিনো মরিয়া, জনি লিভার, নানা পাটেকর, চিত্রাঙ্গদা সিংসহ আরও অনেকে।
২০২৫ সালের ৬ জুন প্রেক্ষাগৃহে রিলিজ করার কথা ‘হাউসফুল ৫’ সিনেমার। তবে অক্ষয়ের সুস্থতার ওপর শুটিং শেষ হওয়াটা অনেকটাই নির্ভর করছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে গেছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। সেখান থেকে গত বুধবার সোশ্যাল মিডিয়ায় সংগীত ইন্ডাস্ট্রি নিয়ে নিজের আক্ষেপের কথা তুলে ধরলেন তিনি। জানালেন, এখন গান গাওয়া অনেক সহজ, কোনো সাধনার প্রয়োজন হয় না। চাইলেই হওয়া যায় সংগীতশিল্পী। আরও জানালেন গান এখন হয়ে গেছে দেখার...
১১ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১১ ঘণ্টা আগেদর্শক চাহিদা না থাকায় প্রথম সপ্তাহ শেষ না হতেই শাকিব খান অভিনীত ‘অন্তরাত্মা’ সিনেমাটি নামিয়ে দেওয়া হয়েছে সিনেপ্লেক্স থেকে। সিঙ্গেল স্ক্রিনেও দর্শক টানতে পারেনি সিনেমাটি। অন্তরাত্মার ভরাডুবির কারণ জানিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সিনেমার অন্যতম অভিনয়শিল্পী শাহেদ শরীফ খান।
১ দিন আগেদুই সপ্তাহ পার হয়ে গেলেও এখনো উৎসবের আমেজ ধরে রেখেছে ঈদের সিনেমাগুলো। প্রথমদিকে সিনেপ্লেক্সে কমসংখ্যক শো পেলেও সময়ের সঙ্গে বেড়ে চলেছে জংলির সিনেমার চাহিদা। তৃতীয় সপ্তাহ আরও বাড়ছে শোয়ের সংখ্যা।
১ দিন আগে