Ajker Patrika

হঠাৎ এক ফ্রেমে ঐশ্বরিয়া–অভিষেক, চমকে দিলেন ভক্তদের

ছবি: ইনস্টাগ্রাম
ছবি: ইনস্টাগ্রাম

ঐশ্বরিয়া রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের দাম্পত্য নিয়ে নাটকীয়তার যেন শেষ নেই! আম্বানির অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত না হওয়া, আরব আমিরাতের একটি শোতে নাম থেকে বচ্চন পদবি বাদ—এভাবে চলছে বিচ্ছেদের গুঞ্জন। মাঝেমধ্যে অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়ায় হাজির হচ্ছেন ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়ে।

এত এত গুঞ্জনের মধ্যে গতকাল বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের সান–এন–স্যান্ড হোটেলে একটি বিয়ের সংবর্ধনায় ঐশ্বরিয়া–অভিষেককে একই ফ্রেমে দেখা গেল! সাধারণত জনসমক্ষে কম দেখা দেওয়া এই দম্পতি ঐশ্বরিয়ার মা বৃন্দ্যা রাইয়ের সঙ্গে অনুষ্ঠানে যোগ দেন।

চলচ্চিত্র প্রযোজক অনু রঞ্জন সামাজিক মাধ্যমে তাঁদের ছবি শেয়ার করে লিখেছেন, ‘এতটা ভালোবাসা আর উষ্ণতা!’

ঐশ্বরিয়া এবং অভিষেক হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলেছেন। চলচ্চিত্র প্রযোজক মনীশ গোস্বামীর শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, এই দম্পতি অতিথিদের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলছেন। অভিনেত্রী আয়েশা জুলকাও অনুষ্ঠানের কিছু ছবি শেয়ার করেছেন।

গ্রুপ ছবিগুলোতে ঐশ্বরিয়াকে ঐতিহ্যবাহী কালো পোশাকে অসাধারণ দেখাচ্ছে। আর অভিষেক পরেছিলেন ক্লাসিক স্যুট। ক্রিকেটার শচীন টেন্ডুলকারও এই সন্ধ্যায় উপস্থিত ছিলেন।

১৭ বছরের বেশি সময় একসঙ্গে পার করেছেন এই দম্পতি। তাঁদের একমাত্র সন্তান আরাধ্য।

ছবি: ইনস্টাগ্রাম
ছবি: ইনস্টাগ্রাম

সম্প্রতি, অভিষেক তাঁর চলচ্চিত্র ক্যারিয়ার চালিয়ে যেতে পারার জন্য আরাধ্যাকে সামলানোর দায়িত্ব নেওয়ায় ঐশ্বরিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ছবি: ইনস্টাগ্রাম
ছবি: ইনস্টাগ্রাম

দ্য হিন্দুকে তিনি বলেন, ‘আমার বাড়িতে, আমি ভাগ্যবান যে, আমি বাইরে গিয়ে সিনেমায় কাজ করতে পারি। কিন্তু আমি জানি ঐশ্বরিয়া আরাধ্যর সঙ্গে বাড়িতে থাকে এবং আমি তার প্রতি এ জন্য অসীম কৃতজ্ঞ। তবে বাচ্চারা এটা ওইভাবে দেখে না। তারা আপনাকে তৃতীয় ব্যক্তি হিসেবে দেখে না, বরং প্রথম ব্যক্তি হিসেবে দেখে।’

ছবি: ইনস্টাগ্রাম
ছবি: ইনস্টাগ্রাম

চলচ্চিত্র ক্যারিয়ারে ঐশ্বরিয়াকে সর্বশেষ মণি রত্নমের ‘পন্নিয়িন সেলভান: পার্ট ২–এ দেখা গিয়েছিল। আর অভিষেক সম্প্রতি সুজিত সরকার পরিচালিত ‘আই ওয়ান্ট টু টক’ চলচ্চিত্রে বেশ প্রশংসা কুড়িয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত