Ajker Patrika

উজিরপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রতিনিধি
উজিরপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ১

উজিরপুর (বরিশাল): উজিরপুরে ইয়াবাসহ সজিব বেপারি (২১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার শোলক ইউনিয়নের কচুয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের মৃত সালাম বেপারির ছেলে।

পুলিশ জানিয়েছে, মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উজিরপুর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জি.এম আনিসুজ্জামান, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. আহছাব খান, সজল রায়, প্রদীপ কুমার ও মামুন হোসেনসহ একদল পুলিশ ওই গ্রামে বিশেষ অভিযান চালায়। এ সময় মাদক কারবারি সজিবকে তার বসতঘর থেকে আটক করে এবং ২'শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উজিরপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল আহসান আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারি সজিব বেপারির বিরুদ্ধে উপ-পরিদর্শক (এসআই) জি.এম আনিসুজ্জামান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেছেন। একইসাথে গ্রেপ্তারকৃত সজিবকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো  হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত