Ajker Patrika

শৈশবে বোর্ডিং স্কুলে দেওয়ায় বাবা–মাকে মারধর করে জেলে গেলেন মধ্যবয়সী

শৈশবে বোর্ডিং স্কুলে দেওয়ায় বাবা–মাকে মারধর করে জেলে গেলেন মধ্যবয়সী

মাত্র ১১ বছর বয়সে বোর্ডিং স্কুলে দিয়েছিলেন বাবা–মা। সেই ক্ষোভ পুষে রেখেছেন ৪০ বছর ধরে! বাল্যকালে সেই ‘ক্ষতির’ কারণে বাবা–মাকে মারধর করে সম্প্রতি জেলে গেছেন এক ব্রিটিশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রো নিউজের প্রতিবেদন অনুসারে, ১১ বছর বয়সে তাঁকে বোর্ডিং স্কুলে পাঠানোর জন্য বাবা–মায়ের ওপর ক্ষিপ্ত ছিলেন এড লিনস (৫১)। তিনি একজন ব্যর্থ ব্যবসায়ী। প্রথমে বাবাকে হত্যা চেষ্টার অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন। 

সর্বশেষ এড লিনস গত ২২ এপ্রিল মধ্যরাতে চেশায়ারের নেদার অ্যাল্ডারলিতে বাবা-মায়ের ১২ লাখ পাউন্ড মূল্যমানের খামারবাড়িতে প্রবেশ করেন। সেখানে ৮৫ বছর বয়সী বাবা নিকোলাস ক্লেটন এবং ৮২ বছর বয়সী মা জুলিয়াকে আক্রমণ করেন তিনি। 

ইয়াহু নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, লিনস তাঁর বাবাকে শোয়ার ঘরে আক্রমণ করেন। বৃদ্ধের মাথা, কান এবং হাতে গুরুতর ক্ষত ছিল এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। পাঁচ সপ্তাহ হাসপাতালে কাটিয়েছেন। এরপর মায়ের ঘরে গিয়ে তাঁর মাথায় আঘাত করেন। 

লিনস দুই সন্তানের জনক। বাবা–মাকে আক্রমণের সময় তিনি বলেছিলেন, তাঁর মতে, ১৯৮০–এর দশকে একটি অল-বয়েজ পাবলিক স্কুলে তাঁর যে ‘কষ্টের’ দিন গেছে এর জন্য তাঁকে ক্ষতিপূরণ দেওয়া উচিত! 

এই ঘটনার ব্যাপারে প্রসিকিউটর নিকোলাস উইলিয়ামস বলেন, ‘লিনসের মা জানিয়েছেন, এই ৫১ বছর বয়সে এসেও শৈশবে বোর্ডিং স্কুলে কতটা অসুখী ছিলেন তা নিয়ে বারবার ক্ষোভ জানিয়ে আসছিলেন তাঁদের ছেলে।’ 

‘লিনস বাবা–মাকে প্রায়ই বলতেন, বোর্ডিং স্কুলের অভিজ্ঞতা তাঁকের বাবা–মায়ের প্রতি ক্ষুব্ধ করে তুলেছে। ছেলের সঙ্গে সম্পর্ক তিক্ত হলেও বহু বছর ধরেই তাঁকে আর্থিকভাবে সহযোগিতা করার চেষ্টা করেছেন তাঁরা।’ যোগ করেন প্রসিকিউটর নিকোলাস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত