আরিফুল ইসলাম, কুড়িগ্রাম
কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তীমারি বাজারের খাল দখল করে ভবন ও আওয়ামী লীগের কার্যালয় নির্মাণের অভিযোগ উঠেছে।
ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সুরুজ্জামাল মিয়া ও জামায়াতের স্থানীয় সাবেক নেতা নুরুল ইসলাম মাস্টার মিলে খালটির মালিকানা বিষয়ে আদালতের একতরফা রায় পান। কিন্তু তাঁরা এখনো নামজারি করতে পারেননি। ওই আদেশের বিরুদ্ধে আপিল করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও নিষ্পত্তির আগেই বেদখল হয়ে যাচ্ছে খালটি।
ইউনিয়ন ভূমি কার্যালয় লাগোয়া কর্তীমারি বাজারের পানি নিষ্কাশনের একমাত্র খালটি সরকারি খাস খতিয়ানভুক্ত, সুরুজ্জামাল ও নুরুল ছাড়াও এটি দখল করে একটি স্থানে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা দলীয় কার্যালয় তৈরি করেছেন। শুধু তা-ই নয়, কর্তীমারি বাজারের পলিথিন ব্যবসায়ী রকিকুল ইসলামও খালটির একাংশ দখল করে বহুতল ভবন নির্মাণ করছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে পলিথিন ব্যবসায়ী রফিকুল ইসলাম খাল দখলের কথা অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমার দোকানঘর আছে। আমি কেন খাল দখল করব। ওই জায়গায় সুরুজ্জামাল মিয়া ভবন নির্মাণ করছেন।’
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, ব্যবসায়ী রফিকুল আওয়ামী লীগ নেতা সুরুজ্জামাল মিয়াকে মোটা অঙ্কের টাকা দিয়ে কংক্রিটের ঢালাই দিয়ে স্থায়ী স্থাপনা নির্মাণ করছেন।
যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ বলেন, ‘খালটি সরকারি খাস খতিয়ানভুক্ত। কিন্তু সুরুজ্জামাল মিয়া ও নুরুল ইসলাম মাস্টার মিলে ‘ভুয়া’ কাগজপত্র দাখিল করে আদালত থেকে একতরফা রায় নিয়েছেন। জায়গাটি হাটবাজারের সম্পত্তি। তাঁরা ডিসিআর মূলে ওই জায়গায় দলীয় কার্যালয় তুলেছেন। আমরা চাই কর্তৃপক্ষ দ্রুত আপিল করে সরকারি সম্পত্তি উদ্ধার করুক।’
এ বিষয়ে জামায়াতের সাবেক নেতা নুরুল ইসলাম মাস্টার বলেন, ‘রায় পেলেও আমি ওখানে যাইনি। সুরুজ্জামাল ঘর করতেছে তাঁর সঙ্গে কথা বলেন।’ কাগজ জালিয়াতি করে একতরফা রায় নেওয়ার অভিযোগের বিষয়ে নুরুল বলেন, ‘এ অভিযোগ সঠিক নয়। আর সেটা আদালত বুঝবেন।’
অভিযোগের বিষয়ে জানার জন্য আওয়ামী লীগ নেতা সুরুজ্জামাল মিয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
যাদুরচর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ‘কাগজ জালিয়াতির মাধ্যমে একতরফা রায়ে জমিটি ব্যক্তিমালিকানায় গেলেও আমরা আপিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত জানিয়েছি।’
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা গোলাম মোর্তূজা আল ফারুখ আজকের পত্রিকাকে বলেন, ‘খালটি সরকারি খাস খতিয়ানভুক্ত। তিন-চার মাস আগে আমরা আপিলের জন্য কর্তৃপক্ষকে লিখিত জানিয়েছি।’
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান বলেন, ‘তাঁরা খাল দখল করতে পারেন না। আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’
জেলা প্রশাসনের রেভিনিউ মুন্সিখানা (আরএম) শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সিনিয়র সহকারী কমিশনার গোলাম ফেরদৌস বলেন, ‘আপিলের কাগজপত্র আমাদের শাখায় এলে স্বাভাবিকভাবেই সেটা আদালতে চলে যাওয়ার কথা। এ হিসেবে আপিল হয়েছে বলেই মনে হচ্ছে।’
কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তীমারি বাজারের খাল দখল করে ভবন ও আওয়ামী লীগের কার্যালয় নির্মাণের অভিযোগ উঠেছে।
ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সুরুজ্জামাল মিয়া ও জামায়াতের স্থানীয় সাবেক নেতা নুরুল ইসলাম মাস্টার মিলে খালটির মালিকানা বিষয়ে আদালতের একতরফা রায় পান। কিন্তু তাঁরা এখনো নামজারি করতে পারেননি। ওই আদেশের বিরুদ্ধে আপিল করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও নিষ্পত্তির আগেই বেদখল হয়ে যাচ্ছে খালটি।
ইউনিয়ন ভূমি কার্যালয় লাগোয়া কর্তীমারি বাজারের পানি নিষ্কাশনের একমাত্র খালটি সরকারি খাস খতিয়ানভুক্ত, সুরুজ্জামাল ও নুরুল ছাড়াও এটি দখল করে একটি স্থানে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা দলীয় কার্যালয় তৈরি করেছেন। শুধু তা-ই নয়, কর্তীমারি বাজারের পলিথিন ব্যবসায়ী রকিকুল ইসলামও খালটির একাংশ দখল করে বহুতল ভবন নির্মাণ করছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে পলিথিন ব্যবসায়ী রফিকুল ইসলাম খাল দখলের কথা অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমার দোকানঘর আছে। আমি কেন খাল দখল করব। ওই জায়গায় সুরুজ্জামাল মিয়া ভবন নির্মাণ করছেন।’
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, ব্যবসায়ী রফিকুল আওয়ামী লীগ নেতা সুরুজ্জামাল মিয়াকে মোটা অঙ্কের টাকা দিয়ে কংক্রিটের ঢালাই দিয়ে স্থায়ী স্থাপনা নির্মাণ করছেন।
যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ বলেন, ‘খালটি সরকারি খাস খতিয়ানভুক্ত। কিন্তু সুরুজ্জামাল মিয়া ও নুরুল ইসলাম মাস্টার মিলে ‘ভুয়া’ কাগজপত্র দাখিল করে আদালত থেকে একতরফা রায় নিয়েছেন। জায়গাটি হাটবাজারের সম্পত্তি। তাঁরা ডিসিআর মূলে ওই জায়গায় দলীয় কার্যালয় তুলেছেন। আমরা চাই কর্তৃপক্ষ দ্রুত আপিল করে সরকারি সম্পত্তি উদ্ধার করুক।’
এ বিষয়ে জামায়াতের সাবেক নেতা নুরুল ইসলাম মাস্টার বলেন, ‘রায় পেলেও আমি ওখানে যাইনি। সুরুজ্জামাল ঘর করতেছে তাঁর সঙ্গে কথা বলেন।’ কাগজ জালিয়াতি করে একতরফা রায় নেওয়ার অভিযোগের বিষয়ে নুরুল বলেন, ‘এ অভিযোগ সঠিক নয়। আর সেটা আদালত বুঝবেন।’
অভিযোগের বিষয়ে জানার জন্য আওয়ামী লীগ নেতা সুরুজ্জামাল মিয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
যাদুরচর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ‘কাগজ জালিয়াতির মাধ্যমে একতরফা রায়ে জমিটি ব্যক্তিমালিকানায় গেলেও আমরা আপিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত জানিয়েছি।’
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা গোলাম মোর্তূজা আল ফারুখ আজকের পত্রিকাকে বলেন, ‘খালটি সরকারি খাস খতিয়ানভুক্ত। তিন-চার মাস আগে আমরা আপিলের জন্য কর্তৃপক্ষকে লিখিত জানিয়েছি।’
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান বলেন, ‘তাঁরা খাল দখল করতে পারেন না। আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’
জেলা প্রশাসনের রেভিনিউ মুন্সিখানা (আরএম) শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সিনিয়র সহকারী কমিশনার গোলাম ফেরদৌস বলেন, ‘আপিলের কাগজপত্র আমাদের শাখায় এলে স্বাভাবিকভাবেই সেটা আদালতে চলে যাওয়ার কথা। এ হিসেবে আপিল হয়েছে বলেই মনে হচ্ছে।’
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৩ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৫ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৬ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫