পরনের কাপড় দিয়ে ঘেরা ঘরে নাতিসহ বসবাস বৃদ্ধ হামিদার
‘আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা...’ পল্লিকবি জসিমউদ্দীনের ‘আসমানী’ কবিতার সেই বাড়িটি যেন একবিংশ শতাব্দীতেও এসে আবার ধরা দিয়েছে। রংপুরের পীরগাছায় জগৎপুর গ্রামের সত্তরোর্ধ্ব বয়সের হামিদা বেগম তাঁর ঘরটিতে বেড়া দিয়েছেন পরনের ছেঁড়া শাড়ি দিয়ে...