পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছায় গভীর রাতে জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধরে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুজনকে আটক করেছে। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার পারুল ইউনিয়নের দেউতি বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম—মো. আবু তাহের (৪৩)। তিনি পার্শ্ববর্তী নাগদহ গ্রামের মৃত আয়নাল হকের ছেলে। তাহের স্থানীয় বড় দরগাহ বাজারে একটি মিলে কাজ করতেন।
আটককৃতরা হলেন—আবুল কাশেম (৩০) ও মহসিন আলী (৩২)।
নিহতের পরিবার ও স্থানীয়রা বলছে, দেউতি বাজার সংলগ্ন এলাকায় ৩৭ শতাংশ জমি নিয়ে ওই গ্রামের লুৎফর রহমানের ছেলে কাদের ও নুর হোসেনের সঙ্গে তাঁর জ্যাঠাতো ভাইদের দ্বন্দ্ব চলে আসছিল। ওই ঘটনায় গত ১১ অক্টোবর দুই পক্ষের মধ্যে মারামারি হয়। ওই জমি নিয়ে একাধিক মামলা ও এলাকায় একাধিকবার সালিস বৈঠক করেও কোনো সমাধান হয়নি।
গতকাল রোববার রাত ২টার দিকে ৩০-৩৫ জনের একটি দল ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বিবাদপূর্ণ ওই জমি দখল করতে গেলে প্রতিপক্ষের লোকজন আবু তাহের নামের ওই ব্যক্তিকে পিটিয়ে আহত করে। পরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে রাসেল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাবাকে রাতে নানার বাড়িতে দাওয়াত দিয়েছিলেন মামা। সেই দাওয়াত খেতে এসেছিলেন বাবা। উনি তো কারও সঙ্গে মারামারি করেননি। তাঁকে বাড়ি থেকে টেনে নিয়ে মেরে ফেলা হয়েছে। আমি আমার বাবা হত্যার বিচার চাই।’
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আবুল কাশেম ও মহসিন আলী নামে দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রংপুরের পীরগাছায় গভীর রাতে জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধরে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুজনকে আটক করেছে। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার পারুল ইউনিয়নের দেউতি বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম—মো. আবু তাহের (৪৩)। তিনি পার্শ্ববর্তী নাগদহ গ্রামের মৃত আয়নাল হকের ছেলে। তাহের স্থানীয় বড় দরগাহ বাজারে একটি মিলে কাজ করতেন।
আটককৃতরা হলেন—আবুল কাশেম (৩০) ও মহসিন আলী (৩২)।
নিহতের পরিবার ও স্থানীয়রা বলছে, দেউতি বাজার সংলগ্ন এলাকায় ৩৭ শতাংশ জমি নিয়ে ওই গ্রামের লুৎফর রহমানের ছেলে কাদের ও নুর হোসেনের সঙ্গে তাঁর জ্যাঠাতো ভাইদের দ্বন্দ্ব চলে আসছিল। ওই ঘটনায় গত ১১ অক্টোবর দুই পক্ষের মধ্যে মারামারি হয়। ওই জমি নিয়ে একাধিক মামলা ও এলাকায় একাধিকবার সালিস বৈঠক করেও কোনো সমাধান হয়নি।
গতকাল রোববার রাত ২টার দিকে ৩০-৩৫ জনের একটি দল ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বিবাদপূর্ণ ওই জমি দখল করতে গেলে প্রতিপক্ষের লোকজন আবু তাহের নামের ওই ব্যক্তিকে পিটিয়ে আহত করে। পরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে রাসেল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাবাকে রাতে নানার বাড়িতে দাওয়াত দিয়েছিলেন মামা। সেই দাওয়াত খেতে এসেছিলেন বাবা। উনি তো কারও সঙ্গে মারামারি করেননি। তাঁকে বাড়ি থেকে টেনে নিয়ে মেরে ফেলা হয়েছে। আমি আমার বাবা হত্যার বিচার চাই।’
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আবুল কাশেম ও মহসিন আলী নামে দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
১ ঘণ্টা আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৯ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৯ ঘণ্টা আগে